হিল ভয়েস, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, চট্টগ্রাম: গতকাল ২৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত “শহীদ ছাত্রনেতা মংচসিং মারমা স্মৃতি ফুটবল টুনার্মেন্ট-২০২৩” বিশ্ববিদ্যালয়স্থ কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে।
প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে “শহীদ ছাত্রনেতা মংচসিং মারমা স্মৃতি ফুটবল টুনার্মেন্ট-২০২৩” আয়োজন করা হয়।
টুর্নামেন্টটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অন্তর চাকমা। উদ্বোধনী পর্বের শুরুতে শহীদ ছাত্রনেতা মংচসিং মারমার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উদ্বোধক অন্তর চাকমা বলেন, “শহীদ মংচসিং মারমা দুর্বৃত্তদের হামলায় শহীদ হয়েছেন। তিনি জুম্ম জনগণের জন্য যে উদ্দেশ্যে আত্মত্যাগ স্বীকার করছেন তা বৃথা যেতে পারেনা। তার মহান আত্মত্যাগী চেতনাকে আমাদের উপলদ্ধি করতে হবে।” তিনি জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী ম্যাচে ইনক্রেডিবলস (২০১৭-১৮ সেশন) ও হিল ব্রাদার্স (২০১৬-১৭ সেশন) টিমের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ইনক্রেডিবলস ৫-১ গোলে জয়লাভ করে এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইনক্রেডিবলস টিমের বাবলু মারমা।
উল্লেখ্য যে, ২০১২ সালের ২০ মে পাহাড়ী ছাত্র পরিষদের ছাত্র ও জনসমাবেশে যোগদান শেষে ফেরার পথে রাঙ্গামাটির কল্যাণপুরস্থ পেট্রোল পাম্পে সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় ছাত্রনেতা মংচসিং মারমা সহ কাপ্তাই সুইডিশ ইনস্টিটিউটে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী আহত হন। মংচসিং মারমাকে মারাত্মক আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর দুইদিন পরে মৃত্যুবরণ করেন।
তাঁর স্মৃতির স্মরণে ২০১২ সাল থেকে পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে।
টুর্নামেন্টের এবারের আসরে মোট ১২ টি দল অংশগ্রহণ করছে এবং আগামী ৫ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দে ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের এবারের আসরের সমাপ্তি ঘটবে।