হিল ভয়েস, ১৬ সেপ্টেম্বর ২০২৩, চট্টগ্রাম: গতকাল ১৫ সেপ্টেম্বর ২০২৩ জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত বিপ্লবী মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম পলিটেকনিক শাখার উদ্যোগে চট্টগ্রামে পাথরঘাটাস্থ এম এন লারমা ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, মোমবাতি প্রজ্বালন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
পিসিপির চট্টগ্রাম পলিটেকনিক শাখার সাধারণ সম্পাদক উখিংসাই মারমার সঞ্চালনায় উক্ত শাখার সহ-সভাপতি বকুল চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক হ্লামিও মারমা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক অম্লান চাকমা প্রমুখ।
আলোচনা শুরুতে এম এন লারমা স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর এম এন লারমার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন পার্বত্য পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম পলিটেকনিক শাখার দপ্তর সম্পাদক পলাশ চাকমা।
আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে হ্লামিও মারমা বলেন, বর্তমান বিভক্ত বিশ্ব বাস্তবতায় এম এন লারমা একটি প্রাসঙ্গিক নাম ও আর্দশ। তিনি বলেন, সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী বিশ্বে আমাদের মতো কম জনসংখ্যার জাতিগোষ্ঠীর টিকে থাকার লড়াইয়ে যার আর্দশে জুম্ম জাতি পৃথিবীর বুকে মৌলিক মানবাধিকার নিয়ে বেঁচে থাকতে লড়াই করতে শিখেছে, তার আর্দশকে জুম্ম ছাত্র সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার দায়ভার সচেতন ছাত্র-যুব সমাজকে কাঁধে নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অম্লান চাকমা বলেন, এম এন লারমা তখনকার ঘুমন্ত জুম্ম জনগণকে জাগ্রত করেছেন। তাঁর নীতি-আর্দশে বলিয়ান হয়ে জুম্ম ছাত্র-যুব সমাজকে সামনে এগিয়ে যেতে হবে। বর্তমান পার্বত্য চট্টগ্রামের বাস্তবতায় এম এন লারমার আদর্শে প্রতিটি জুম্মর ঘরে ঘরে চিন্তার জাগরণ ঘটাতে হবে।
সভাপতি বক্তব্যে বকুল চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে ভিন্ন ভাষাভাষী ঘুমন্ত জুম্ম জনগণকে জাগরণে এম এন লারমা যে অবদান রাখেন তা জুম্ম জনগণ কখনো ভুলতে পারে না। এম এন লারমার দেখানো আর্দশ জুম্ম জনগণের ভবিষ্যত লড়াই সংগ্রামের পথে পাথেয় হিসেবে কাজ করবে।