হিল ভয়েস, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ঢাকা: আগামীকাল ২৭ সেপ্টেম্বর ২০২৩ ঢাকায় ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আগামীকাল বুধবার সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এর উদ্যোগে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এর যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠেয় মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করবেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এর যুগ্ম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী।
এতে আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, বাসদ এর সাধারণ সম্পাদক বজলুল রশীদ ফিরোজ, ঐক্য ন্যাপ এর ভারপ্রাপ্ত সভাপতি এস এম এ সবুর প্রমুখ।
এর পূর্বে গত ৮ এপ্রিল ২০২৩ তারিখও ঢাকায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এর উদ্যোগে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে দেশবাসীর দায় ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া, সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ৩টায় সিলেটে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এর উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সংহতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামাল।
উল্লেখ্য যে, দেশের বিশিষ্ট নাগরিকদের নিয়ে গঠিত ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ নামে এই প্ল্যাটফর্মটি গঠনের পরপরই গত ২০ ডিসেম্বর ২০২২ ঢাকায় প্রথমবার পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সংহতি সমাবেশের আয়োজন করে। এরপর গত ৩১ জানুয়ারি ২০২৩ এই নাগরিক জোটটির উদ্যোগে একই দাবিতে চট্টগ্রামে প্রথম বিভাগীয় সমাবেশ সম্পন্ন হয়। এরপর গত ২০ মার্চ ২০২৩ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সম্মিলিত বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে এই প্ল্যাটফর্মটির উদ্যোগে রংপুরে বিভাগীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর গত ৫ জুন ২০২৩ বিকাল ৩ টায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এর উদ্যোগে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে ময়মনসিংহ বিভাগীয় সংহতি সমাবেশ এবং সমাবেশ শেষে একটি গণমিছিলও অনুষ্ঠিত হয়।