স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও সাংবিধানিক স্বীকৃতিটুকু জুটেনি আদিবাসীদের

হিল ভয়েস, ৯ আগস্ট ২০২৩, দিনাজপুর: আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠনসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি থেকে। মানববন্ধনে আদিবাসী নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও সাংবিধানিক স্বীকৃতিটুকু জুটেনি আদিবাসীদের।

গতকাল মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩, দিনাজপুর প্রেস ক্লাবের সামনে “আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুনরাই মূল শক্তি” স্লোগানে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে আদিবাসী সমিতির কেন্দ্রীয় সভাপতি বিশ্বনাথ সিংয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা আরিফ খান ইউসুফজাই, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, কোষাধ্যক্ষ শিবানী উরাও, জেলা আদিবাসী ছাত্র পরিষদের আহ্বায়ক প্রদীপ খালকো, বাসদের সভাপতি কিবরিয়া হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন আদিবাসী ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক রাসেল মুর্মু।

মানববন্ধন থেকে জাতীয় সংসদে সংরক্ষিত আসন বরাদ্দ; সরকারি চাকরিতে কোটা নিশ্চিত এবং উচ্চশিক্ষায় কোটা বাস্তবায়নসহ সারাদেশে আদিবাসীদের ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ, জমি জবরদখল, মিথ্যা মামলা প্রত্যাহারসহ নানা দাবি জানানো হয়।

বক্তারা বলেন, দেশ স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে যাচ্ছে; তবুও আদিবাসীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সাংবিধানিক স্বীকৃতিটুকু জুটেনি; বরং দিন দিন জমি হারিয়ে ভূমিহীনে পরিণত হচ্ছে। ক্ষমতাসীন সরকারের নেতৃত্বাধীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সমতলের আদিবাসীদের ভূমি কমিশন গঠনসহ জীবনমান উন্নয়ন, জানমালের নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নের উদ্যোগ নেই। নির্বাচনের আগে এই সমস্ত প্রতিশ্রুতি পূরণের জন্য বর্তমান সরকারের প্রতি দাবি জানানো হয় বলে জানা গেছে।

More From Author