হিল ভয়েস, ২৯ আগস্ট ২০২৩, জুরাছড়ি: রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজে সেনাবাহিনী বাধা প্রদান করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানান, পার্বত্য রাঙ্গামাটি জেলার জুরাছড়ির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ও এর সীমানা দেয়াল নির্মাণের লক্ষে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হতে দরপত্র আহ্বান করা হলে সেখানে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে ইউ টি মং নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজটি পায়। তারপর ইউ টি মং নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করে। প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা দেয়ালের কাজ শুরু করা হলে স্থানীয় জুরাছড়ি সেনা ক্যাম্পের সেনাবাহিনী বাধা প্রদান করে।
জানা গেছে, বাধা প্রদানের মুল কারণ হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গার সীমানায় ৭টি বাঙালি পরিবারের অবৈধ বসবাস রয়েছে। এখন সীমানা দেয়াল যদি দেওয়া হয় নিয়ম অনুযায়ী অবৈধভাবে বসতকারী বাঙালিদের সেখান থেকে উচ্ছেদ হতে হবে।
গতকাল রাঙ্গামাটি সদর হাসপাতালের সিভিল সার্জন ডা: নীহার রঞ্জন নন্দী বিষয়টি তদন্তের জন্য এসেছেন বলেও জানা গেছে।
আরও জানা গেছে, গতকাল ২৮ আগস্ট ২০২৩, জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া সেনা জোনের অধীন শিলছড়ি সেনা ক্যাম্প হতে ২১ জনের একটি সেনা টহল দল জনৈক ওয়ারেন্ট অফিসারের নেতৃত্বে মৈদুং ইউনিয়নের জামেসছড়িতে অবস্থান করছে বলেও জানা গেছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।