হিল ভয়েস, ২৩ আগস্ট ২০২৩, রাঙ্গামাটি: গতকাল (২২ আগস্ট ২০২৩) রাত আনুমানিক ৮:৩০ টার দিকে প্রবেশ চাকমা ও মিল্টন চাকমার নেতৃত্বে সেনামদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের ১০-১২ জনের একটি দল রাঙ্গামাটি শহরের ভেদভেদি এলাকায় বিফলা চাকমা নামে এক নারীর বাড়িতে তল্লাসি চালিয়েছে বলে জানা গেছে।
তল্লাসি করার সময় সন্ত্রাসীরা বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয় এবং বিফলা চাকমার গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়া বিফলা চাকমার ছেলের মাটির ব্যাংক ভেঙে জমানো কিছু টাকা-পয়সাও ছিনিয়ে নেয়। যাওয়ার সময় স্বর্ণের চেইন ও মাটির ব্যাংকের টাকা ছিনিয়ে নেয়ার বিষয়টি যেন কোনো অবস্থাতে কেউ জানতে না পারে- সে কথাও বলে যায় সন্ত্রাসীরা।
তল্লাসির সময় সন্ত্রাসীরা বিফলা চাকমার স্বামী প্রবীণ চাকমাকেও খোঁজ করে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত ১৭ আগস্ট ২০২৩ রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নে সেনাবাহিনীর ছত্রছায়ায় অবস্থানকারী ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের ৭-৮ জনের একটি সশস্ত্র দল পার্শ্ববর্তী মগবান ইউনিয়নের গরগজ্যাছড়ি ও দুলুছড়ি এলাকায় টহল অভিযান চালায়।
এর আগে, গত ১১ আগস্ট ২০২৩ দুপুর ১২ টার দিকে সুবলং বাজারে অবস্থানকারী ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও সংস্কারপন্থী দলের তিন প্রতিনিধি সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র তিন সদস্যের সাথে চাংপাং রেস্টুরেন্টে এক গোপন বৈঠক করেছে বলে একটি সূত্রে খবর পাওয়া গেছে।