হিল ভয়েস, ৮ আগস্ট ২০২৩, বিশেষ প্রতিবেদক: আগামীকাল ৯ আগস্ট ২০২৩ আন্তর্জাতিক আদিবাসী দিবস। ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ৪৯/২১৪ ধারা অনুযায়ী প্রতি বছরের ৯ আগস্টকে আদিবাসী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। এই দিবসের মূল লক্ষ্য হলো, জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, নাগরিক সমাজ, মিডিয়াসহ সংশ্লিষ্ট সকলে যেন আদিবাসীদের অধিকার সম্পর্কে অধিকতর সচেতন হন এবং আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসেন।
জাতিসংঘ এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘Indigenous Youth as Agents of Change for Self-determination’। জাতিসংঘের উক্ত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশ আদিবাসী ফোরাম এবছর তার প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আদিবাসী তরুণরাই মূল শক্তি’।
বাংলাদেশ আদিবাসী ফোরামসহ আদিবাসীদের বিভিন্ন সংগঠন ও আদিবাসী বান্ধব বিভিন্ন সংগঠনের উদ্যোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং আদিবাসী অধ্যুষিত পাহাড়ি ও সমতল অঞ্চলে দিবসটি উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারেও বিভিন্ন অনুষ্ঠামালার আয়োজন করা হয়েছে।
এবার দিবসটি উপলক্ষে সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ আদিবাসী ফোরাম কর্তৃক প্রকাশিত ও প্রচারিত এক প্রচারপত্রে আত্ম-নিয়ন্ত্রণ অধিকারসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিসহ ১২ দফা দাবি জানানো হয়েছে।
দাবিসমূহ নিম্নরূপ:
১. আত্ম-নিয়ন্ত্রণ অধিকারসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
২. আদিবাসীদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ভূমির অধিকার নিশ্চিত করতে হবে।
৩. আদিবাসী তরুণ সমাজের নেতৃত্ব বিকাশ, প্রশিক্ষণ, শিক্ষা, উন্নয়ন ও অগ্রগতির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৪. আদিবাসী ইস্যুতে অন্যান্য দেশের মতো সরকার, জাতিসংঘ ও আদিবাসী জনগণ -এই ত্রিপক্ষীয় সংলাপের জন্য উৎসাহ ও প্রণোদনা দিতে হবে।
৫. পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যে সময়সূচি ভিত্তিক রোডম্যাপ ঘোষণা করতে হবে।
৬. সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে।
৭. আদিবাসী ভূমিতে তাদের স্বাধীন সম্মতি ছাড়া ইকোপার্ক, সামাজিক বনায়ন, ট্যুরিজম, ইপিজেড বা অন্য কোনো প্রকল্প গ্রহণ করা যাবে না।
৮. আদিবাসীদের উপর সকল নিপীড়ন, নির্যাতন ও হয়রানি বন্ধ করা সহ সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
৯. জাতিসংঘ সাধারণ পরিষদে ২০০৭ সালে গৃহীত আদিবাসী বিষয়ক ঘোষণাপত্র ও আইএলও ১৬৯নং কনভেনশন অনুসমর্থন ও আইএলও কনভেনশন ১০৭ বাস্তবায়ন করতে হবে।
১০. জাতীয় সংসদে আদিবাসীদের জন্য বিশেষ কোটা সংরক্ষণ বা আসন বরাদ্দ রাখতে হবে।
১১. সরকারি প্রথম শ্রেণিতে পূর্বের মতো আদিবাসী কোটা সংরক্ষণ করতে হবে এবং অন্যান্য চাকুরিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কোটা যথাযথ বাস্তবায়ন করতে হবে।
১২. রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করতে হবে।
ঢাকা: ৯ আগস্ট ২০২৩, সকাল ১০ টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে ‘আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হবে সমাবেশ, র্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।
এছাড়া একই দিন সকাল ৯:৩০ টায় ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ এর উদ্যোগে নাগরিক সমাজের প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র স্বোপার্জিত স্বাধীনতায় জমায়েত হবে এবং টিএসসি থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত সংহতি পদযাত্রা করবে।
জাতীয় সেমিনার: দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৩ উদযাপন জাতীয় কমিটি-র উদ্যোগে আজ ৮ আগস্ট ২০২৩ সকাল ১০:৩০ টায় ঢাকাস্থ সিরডাপের এটিএম শামসুল হক মিলনায়তনে ‘আদিবাসীদের ভূমি ও আত্ম-নিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠায় যুব শক্তির ভূমিকা ও রাষ্ট্রের দায়িত্ব’ শীর্ষক এক জাতীয় সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা এবং সভাপতিত্ব করবেন মানবাধিকার কর্মী ও এএলআরডি-র চেয়ারপারসন খুশী কবির। সেমিনারে পৃথক দুটি প্রবন্ধ উপস্থাপন করবেন যথাক্রমে লেখক ও গবেষক পাভেল পার্থ এবং উন্নয়ন কর্মী ফাল্গুনী ত্রিপুরা। এতে প্যানেল আলোচক হিসেবে অংশ নেবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবিন্দ্রনাথ সরেন, ব্লাস্টের আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম, আদিবাসী নেত্রী সারা মারান্ডি, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, আদিবাসী নারী নেত্রী মেনথেইন প্রমিলা, আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি চিরান, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা।
চট্টগ্রাম: ৯ আগস্ট ২০২৩, দুপুর ২ টায় চট্টগ্রামের চেরাগি পাহাড়ে বাংলাদেশ আদিবাসী ফোরাম, চট্টগ্রাম শাখার উদ্যোগে ‘আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদারকরণে আদিবাসী তারুণ্যের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালি। দুপুর ২ টায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। এতে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম এর সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, প্রমা’র সভাপতি ও আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক শরীফ চৌহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মহিউদ্দিন মাহিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক বসুমিত্র চাকমা।
দুপুর ৩ টায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত আলোচনা সভা। বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্য মথি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠেয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলা উদ্দিন। এছাড়া সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন উদীচী, চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি ও সাংবাদিক জসীম চৌধুরী সবুজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা এর সভাপতি তাপস হোড়, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সুমী খান, রোটারি ক্লাব অব চিটাগং সেন্ট্রাল এর প্রতিষ্ঠাতা সভাপতি মীর নাজমুল আহসান রবিন ও ঐক্য ন্যাপ, চট্টগ্রাম এর যুগ্ম সম্পাদক পাহাড়ী ভট্টাচার্য। একই স্থানে বিকাল ৫ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রঁদেভূ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
পার্বত্য চট্টগ্রাম: দিবসটি উপলক্ষে ৯ আগস্ট ২০২৩, সকাল ৯:৩০ টায় বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাখার উদ্যোগে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী সভা শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২৯৯নং পার্বত্য রাঙ্গামাটি আসনের সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা (অব: উপ-সচিব)। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। উদ্বোধনী সভা শেষে সকাল ১১:৩০ টায় পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু করা হবে এবং তা রাজবাড়ির জেলা শিল্পকলা একাডেমিকে এসে সমাপ্ত হবে।
একই দিন সকাল ৯ টায় বান্দরবান জেলা সদরের অরুণ সারকি টাউন হলে বান্দরবান পার্বত্য জেলার সম্মিলিত আদিবাসী ছাত্র সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হবে র্যালি, সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা।
এছাড়া খাগড়াছড়ি জেলা সদরেও বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
কক্সবাজার: দিবসটি উপলক্ষে ৯ আগস্ট ২০২৩, সকাল ১১ টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ আদিবাসী ফোরাম, কক্সবাজার শাখার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কক্সবাজার জেলা এর সভাপতি ফজলুল কাদের চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কক্সবাজার জেলা এর সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। এছাড়া এতে সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, নারী নেতৃত্ব ও ছাত্র-যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আয়োজকদের সূত্রে জানা গেছে।
টাঙ্গাইল: ৯ আগস্ট ২০২৩, সকাল ১০ টায় টাঙ্গাইল জেলার মধুপুরের ভূটিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে সমাবেশ, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন এসিডিএফ ও জিএমএডিসি, ময়মনসিংহ এর সভাপতি অজয় এ মৃ। আদিবাসী উদযাপন কমিটি-২০২৩ এর আহ্বায়ক ও জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ এর সভাপতি ইউজিন নকরেক এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আদিবাসী লেখক ও গবেষক থিওফিল নকরেক।
সিলেট: আজ ৮ আগস্ট ২০২৩ আদিবাসী দিবস উপলক্ষে সিলেটের জিন্দাবাজারে নজরুল একাডেমিতে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), এএলআরডি, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, খাসি স্টুডেন্টস ইউনিয়ন, মুন্ডা সম্প্রদায় উন্নয়ন সংগঠন, চা জনগোষ্ঠী ইত্যাদি সংগঠনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
ইন্ডিজেনাস ফুড ফেস্টিভাল: আদিবাসী গণমাধ্যম ‘আইপিনিউজ বিডি’ এর উদ্যোগে বিগত বছরের ন্যায় এবছরও ১১ ও ১২ আগস্ট ২০২৩ দুই দিনব্যাপী ঢাকার মিরপুরের বনফুল আদিবাসী গ্রীণহার্ট কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ২য় ইন্ডিজেনাস ফুড ফেস্টিভাল। অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ১০ টায় শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলবে।