হিল ভয়েস, ১৭ জুলাই ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলার ভাসন্যাদম ইউনিয়নে মুসলিম বাঙালি সেটেলারদের কর্তৃক জোরপূর্বক জুম্মদের মালিকানাধীন প্রথাগত ভূমি বেদখলের পাঁয়তারা চালানো হচ্ছে এবং এই উদ্দেশ্যে বিভিন্ন ফলজ গাছ সহ জঙ্গল পরিষ্কার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ ১৭ জুলাই ২০২৩ সকাল আনুমানিক ৯টা থেকে ১২টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৯টার দিকে ৫নং ভাসন্যাদম ইউনিয়নের ১৭নং ঘনমোড় মৌজার অন্তর্গত শীলকাটা ছড়া সেটেলার বসতি এলাকার ২০-২২ জনের বাঙালি সেটেলারদের একটি দল শীলকাটা ছড়া গ্রামে জুম্মদের মালিকানাধীন প্রথাগত ভূমিতে ফলজ গাছ সহ জঙ্গল পরিষ্কার করা শুরু করে।
জানা গেছে, এসময় বাঙালি সেটেলার দলটিকে নেতৃত্ব দেন শীলকাটাছড়া সেটেলার এলাকার বাসিন্দা মোঃ হোসেন (২৯), পিতা-হারুনুর রশীদ, মোঃ সাগর (২৪), পিতা-শরিফুল, মোঃ মনছুর আলি (৪০), পিতা-মৃত মজিদ, মোঃ জলিল (৩২), পিতা-মৃত সালাম, মোঃ ফারুক (৪১), পিতা-মৃত হাসান আলী প্রমুখ ব্যক্তিগণ।
বাঙালি সেটেলারদের কর্তৃক জঙ্গল পরিষ্কার করার ঘটনা জানাজানি হলে ভূমির মালিক জুম্মরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান এবং তাদের জায়গায় বাঙালি সেটেলারদের জঙ্গল পরিষ্কার করতে নিষেধ করেন। কিন্তু বাঙালি সেটেলাররা জুম্মদের নিষেধ তোয়াক্কা না করে জুম্মদের রোপণকৃত আম, লিচু ও আমলকি গাছ সহ কমপক্ষে ২ একর পরিমাণ জায়গার জঙ্গল পরিষ্কার করে চলে যায়।
যাওয়ার সময় বাঙালি সেটেলাররা উক্ত জায়গাটি ভূমি বেদখলের চেষ্টায় নেতৃত্বদানকারী শীলকাটাছড়া সেটেলার এলাকার বাসিন্দা মোঃ হোসেন এর জায়গা বলে দাবি করে উল্টো বিভিন্ন হুমকি দিয়ে যায়।
ভূমি বেদখলের চেষ্টার শিকার ভুক্তভোগী জুম্মরা হলেন- শীলকাটা ছড়া গ্রামের বাসিন্দা অনিল বিকাশ চাকমা (৪৫), পিতা-সুরলাল চাকমা, ২) রত্ন জ্যোতি চাকমা (৩৬), পিতা-জ্ঞানেন্দ্র চাকমা, ৩) অঞ্জন প্রসাদ চাকমা (৪৮), পিতা-হরিশ চন্দ্র চাকমা, ৪) সজীব চাকমা (৪৫), পিতা-রত্ন কুমার চাকমা।
ভুক্তভোগীদের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় মৌজার হেডম্যান ও ইউপি চেয়ারম্যানকে অবগত করা হয়েছে বলে জানা গেছে। তবে তাদের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ গ্রহণের কথা জানা যায়নি।