হিল ভয়েস, ২৬ জুলাই ২০২৩, রাঙ্গামাটি: রেইক্ষ্যং ভ্যালীর বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের ১নং ওয়ার্ডে সেনাবাহিনী টহল অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে যে, গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) বড়থলি ইউনিয়নের থাংকুইটাং ক্যাম্প থেকে জনৈক ক্যাপ্টেনের নেতৃত্বে ৪০ জনের একদল সেনা বড়থলি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সারাল্যাছড়া ও রাইমংছড়ায় টহল অভিযান চালায়।
দুই গ্রামে টহল অভিযান চালানোর এক পর্যায়ে রাইমংছড়ার ইউনিসেফ স্কুলে সেনাদলটি রাত্রিযাপন করে বলে জানা গেছে।
সেনা অভিযানের ফলে সারাল্যাছড়া, রাইমংছড়া, বৈরাগ্যছড়া ও মিতিঙ্গ্যাছড়ির গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেয়া দিয়েছে।
উল্লেখ্য যে, বর্তমানে সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নের কাজ বন্ধ রেখে পূর্ববর্তী স্বৈরশাসকদের ন্যায় পার্বত্য চট্টগ্রামে সেনা কর্তৃত্ব ও সেনাশাসন জোরদার করায় বিভিন্ন এলাকায় ব্যাপক সেনা অভিযান, দমন-পীড়ন ও হয়রানি বৃদ্ধি পেয়েছে।
বিগত ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৩) সামরিক বাহিনী কর্তৃক ৬০টি ঘটনায় অন্তত ৩১১ জন জুম্ম মানবাধিকার লংঘনের শিকার হয়েছে। যার মধ্যে ১৮ জনকে গ্রেফতার, ১৫ জনকে সাময়িক আটক, ১২২ জনকে মারধর ও আহত, মিথ্যা মামলার শিকার ৪০ জন এবং ২৭টি গ্রামে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
এই সময়ে কেবল বিলাইছড়ি এলাকায় অন্তত ১৪টি ব্যাপক সেনা অভিযানের ঘটনা ঘটেছে। এইসব প্রতিটি সেনা অভিযানের দলে কমপক্ষে ২০ জন হতে ২০০ জনের অধিক সেনা সদস্য অংশগ্রহণ করেছে। এতে শত শত জুম্মর বাড়িতে তল্লাসি চালিয়ে হয়রানি করা হয়েছে এবং ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছে। বহু জুম্ম গ্রামবাসীকে মারধর, হুমকি ও হয়রানি করা হয়েছে। সেনা সদস্যরা বিনামূল্যে ইচ্ছেমত জুম্মদের গৃহপালিত গরু, ছাগল, মোরগ-মুরগী ও চাল ইত্যাদি ছিনিয়ে নিয়ে খেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।