হিল ভয়েস, ৭ জুলাই ২০২৩, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি জেলাধীন জুরাছড়ি উপজেলা সদর এলাকার ৯ম শ্রেণির ছাত্র সহ দুই নিরীহ জুম্ম যুবক অন্যায়ভাবে মারধর ও হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ (৭ জুলাই ২০২৩) রাত আনুমানিক ৭ টার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
মারধর ও হয়রানির শিকার ভুক্তভোগীদের পরিচয়- শান্তি চাকমা (২৪), পীং-মারাঙ্গে চাকমা এবং রুবেল চাকমা (১৫), পীং-শান্তিরাজ চাকমা। তাদের উভয়ের বাড়ি জুরাছড়ি উপজেলা সদর এলাকার আনন্দপাড়া (লেবার পাড়া) গ্রামে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যার দিকে ভুক্তভোগী শান্তি চাকমা ও রুবেল চাকমা তাদের গ্রামের পার্শবর্তী ভদ্রমাছড়া নামক একটি ছড়াতে কাঁকড়া ধরতে যায়। রাত অনুমানিক ৭ টার দিকে বনযোগীছড়া সেনা জোনের অধীন যক্ষাবাজার সেনা ক্যাম্পের জনৈক ওয়ারেন্ট অফিসারের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সেনাদল সেখানে গিয়ে উপস্থিত হয়। এসময় সেনা সদস্যরা কাঁকড়া ধরা রত শান্তি চাকমা ও রুবেল চাকমাকে সেখান থেকে ক্যাম্পে ধরে নিয়ে যায়। ক্যাম্পে সেনা সদস্যরা শান্তি চাকমা ও রুবেল চাকমাকে অন্যায়ভাবে ব্যাপক মারধর করে এবং প্রায় দুই ঘন্টা সাময়িক আটক রেখে হয়রানি করে।
পরে ভুক্তভোগী দুই যুবকের অভিভাবক ও গ্রামের মুরুব্বিরা সেনা ক্যাম্পে গিয়ে ওই দুই নিরপরাধ যুবককে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে রাত আনুমানিক ৯ টার দিকে সেনাবাহিনী তাদেরকে ছেড়ে দেয় বলে খবর পাওয়া গেছে।