ইইউ পার্বত্য চট্টগ্রামে যেতে চায় এবং নির্বাচনের আগে পার্বত্যাঞ্চলকে পর্যবেক্ষণে রাখতে চায়

হিল ভয়েস, ১০ জুলাই ২০২৩, বিশেষ প্রতিবেদক: বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল তারা পার্বত্য চট্টগ্রামে যেতে চায়, সেখানে গিয়ে বিভিন্ন প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশার জনগণের সাথে কথা বলতে চায় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্যাঞ্চলকে ৬ সপ্তাহের জন্য পর্যবেক্ষণে রাখতে চায় বলে জানিয়েছে।

আজ ১০ জুলাই ২০২৩ দুপুর ১:৩০ টার দিকে ঢাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এসব কথা বলেন বলে জানান মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মোঃ আমিনুল ইসলাম।

বৈঠক শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আমিনুল ইসলাম বলেন, ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধিদল পার্বত্য তিন জেলায় যেতে চান, তারা সেখানকার প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করতে চান। পার্বত্যাঞ্চলের বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও কথা বলতে চান। এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন তারা।

অতিরিক্ত সচিব মোঃ আমিনুল ইসলাম বলেন, তারা নির্বাচনের আগে ৬ সপ্তাহ পার্বত্য চট্টগ্রাম এলাকা পর্যবেক্ষণে রাখতে চায়। তারা নির্বাচনকালীন সময়ে আসবে। আমরা বলেছি সেটি নির্বাচন কমিশন দেখবে। আর আমাদের দিক থেকে অনুরোধ করেছি এটা যেহেতু বিশেষ তিনটি জেলা সেখানে কিছু নিরাপত্তার ইস্যু আছে। যদিও এখন আগের চেয়ে অনেক অনেক ভালো। ওখানে গেলে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলার বিষয়ে আমরা বলেছি এটা যেহেতু নির্বাচন কেন্দ্রিক, এটি নির্বাচন কমিশন দেখবে। এটার সাথে আমরা সম্পৃক্ত না।

অতিরিক্ত সচিব বলেন, তারা পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় যাওয়ার বিষয়ে বলেছি, এটি দেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমরাও দেখি। আমাদের দিক থেকে সকল সাপোর্ট দেওয়ার বিষয়ে বলেছি। আমাদের এই মিনিস্ট্রি প্রশাসনিক এবং ডেভলপমেন্ট মিনিস্ট্রি। নির্বাচনের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নাই। সুতরাং তাদের থাকা, পরিদর্শন করা বা চলাচল করার ক্ষেত্রে সব ধরনের সহায়তা আমরা দেবো। সেখানে গেলে মন্ত্রণালয় প্রশাসনিক সব ধরনের সহায়তা তাদের দেবে।

তিনি আরও বলেন, সরকারের আমন্ত্রণে তারা এসেছে। নির্বাচন বিষয়ে অভজারভার হিসাবে এসেছে, এটিই তাদের উদ্দেশ্য। আমরা বলেছি, এটা যেহেতু তাদের নির্বাচন কেন্দ্রিক ভিজিট, এটি তারা নির্ধারণ করে দেবে। এটি আমাদের পার্ট না। তারা কবে ভিজিট করবে সেটি জানাননি। আমরা বলেছি তারা আমাদের মেহমান সকল ধরনের প্রশাসনিক হেল্প আমরা করব। সেখানে তারা কী করবে না করবে, সেটি দেখবে নির্বাচন কমিশন। আমরা তাদের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছি, এখানে স্থানীয় প্রশাসন আছে, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী আছে, সেনাবাহিনী আছে। সুতরাং তারা যাতে নিরাপত্তার ইস্যুটি মাথায় রাখে সেটি বলেছি।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী এ বছরের শেষের দিকে চলমান সরকারের মেয়াদ শেষ হবে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক পরিস্থিতির মুল্যায়ণ করতে গতকাল ৯ জুলাই ২০২৩ ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের নির্বাচনী অনুসন্ধানী প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলটি আগামী ২৩ জুলাই পর্যন্ত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল, রাজনৈতিক দলসমূহ, সুশীল সমাজ, গণমাধ্যম ও বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে সংলাপ পরিচালনা করার কথা রয়েছে। তারই অংশ হিসেবে আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে সফররত ইইউ’র প্রতিনিধিদল।

More From Author