হিল ভয়েস, ১১ জুন ২০২৩, বান্দরবান: বান্দরবান জেলার রুমা উপজেলার বগালেক পাড়া থেকে বম পার্টি খ্যাত কুকি-চিন ন্যাশনাল পার্টির (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীদের অস্ত্রের মুখে আবারও চার নির্মাণশ্রমিক অপহরণের শিকার। তবে, পরে দুই জন শ্রমিককে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
গত ৯ জুন ২০২৩, সকাল ৬টার দিকে এই অপহরণের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগালেক পাড়ায় একটি সেতুর নির্মাণকাজ করছিলেন নয় জন শ্রমিক। গত ৯ জুন ২০২৩, সকাল আনুমানিক ৬টার দিকে শ্রমিকদেরকে অতর্কিতে বমপার্টির সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে রিপন হোসেন সাব-কন্ট্রাক্টর ও গ্রীনটেক কনস্ট্রাকশনের সাব কন্টাক্টর আব্দুল আউয়ালসহ ইদ্রিস আলী ও জসিম উদ্দীন তাদের চারজনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় বমপার্টির সন্ত্রাসীরা।
পরে গতকাল ১০ জুন ২০২৩, সকালে রিপন হোসেন ও জসিম উদ্দীনকে ছেড়ে দিলেও মোঃ ইদ্রিস আলী ও আব্দুল আউয়াল বর্তমানে এখনো বমপার্টি সন্ত্রাসীদের হেফাজতে রয়েছে বলে সূত্রটি জানিয়েছেন। তবে অপহরণের শিকার শ্রমিকদের পূর্নাঙ্গ ঠিকানা এখনো জানা যায়নি ।
সূত্রটি আরো জানান, অপহরণ ঘটনার সময় বমপার্টির সন্ত্রাসীরা তাদের ইউনিফর্ম পরা ছিল এবং তাদের হাতে স্থানীয় বন্দুক এবং একে-৪৭ রাইফেল ছিল। শ্রমিকদের অপহরণের মূল উদ্দেশ্য ছিল মুক্তিপণের টাকা আদায় করা।
উল্লেখ্য, গত ১১ মার্চ ২০২৩ সেনাবাহিনীর সড়ক নির্মানে নিয়োজিত অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট মো. আনোয়ার হোসেনসহ (৫৪) চারজন শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে। এছাড়াও গত বছর থেকে এ যাবৎ বমপার্টির সন্ত্রাসীরা ২৬ জন নিরীহ গ্রামবাসীকে অপহরণ, কমপক্ষে ৮ জনকে হত্যা, প্রায় দুই ডজন গ্রামের এক হাজারের বম, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা ও মারমা অধিবাসী উচ্ছেদ করেছে।
বস্তুত পার্বত্য চুক্তি বাস্তবায়ন তথা জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলনের বিরুদ্ধে লেলিয়ে দেয়ার হীনউদ্দেশ্যে সেনাবাহিনী গোড়া থেকেই বমপার্টিকে মদদ দিয়ে এসেছিল। কিন্তু ২০২০ সাল থেকে বমপার্টি সন্ত্রাসীরা ‘জামায়াতুল আনসার হিল ফিন্দাল শারক্বীয়া’ নামে আন্তর্জাতিক ইসলামী সন্ত্রাসী সংগঠনকে আশ্রয় ও সামরিক প্রশিক্ষণ দিয়ে আসছিল। ফলে বমপার্টিকে নিয়ে সেনাবাহিনীর সেই ষড়যন্ত্র আজ নিজেদের জন্যই তো বটেই, দেশের জন্যও বুমেরাং হয়ে দাঁড়িয়েছে।