হিল ভয়েস, ৮ জুন ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নে মুসলিম বাঙালি সেটেলার কর্তৃক জোরপূর্বক এক জুম্ম গ্রামবাসীর ফলজ বাগান সহ ভূমি বেদখল করার অভিযোগ পাওয়া গেছে।
গত জানুয়ারি ২০২৩ মাসে এই বেদখলের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ঐ বেদখলকৃত জায়গায় বাঙালি সেটেলাররা ইতোমধ্যে একাধিক বাড়িও নির্মাণ করেছে (ছবিতে দেখুন)।
ওই ভুক্তভোগী জুম্মর নাম প্রাণময় চাকমা (৪২), পীং-অমর কান্তি চাকমা, গ্রাম-পন্ডিত পাড়া, ভূষণছড়া ইউনিয়ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭/৮ বছর পূর্বে ফলজ বাগান সৃজন করার পরিকল্পনা নিয়ে প্রাণময় চাকমা উক্ত জায়গাটি তার চাচা যতিন চন্দ্র চাকমা, পীং-অভিমন্যু চাকমার কাছ থেকে ক্রয় করেন। ক্রয় করার পরপরই প্রাণময় চাকমা জায়গাটিতে ফলজ বাগান সৃজন করে এবং বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।
কিন্তু গত জানুয়ারি মাসে ভূষণছড়া সেটেলার এলাকার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর, পীং-সারোয়ার তার দলবল নিয়ে জায়গাটি তার দাবি করে জোরপূর্বক বেদখল করে। জায়গার মূল মালিক প্রাণময় চাকমাসহ জুম্ম প্রতিবেশীরা প্রতিবাদ করলে বেদখলের চেষ্টাকারী মোঃ জাহাঙ্গীরও নিজেকে জায়গার মালিক দাবি করে বিভিন্ন দলিল দেখায়।
জুম্ম গ্রামবাসীরা মোঃ জাহাঙ্গীরের এসব দলিল ভূয়া বলে দাবি করেন।
এরপর প্রাণময় চাকমা ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট ভূমি নিয়ে এই বিরোধ নিষ্পত্তির আবেদন জানান। ইউপি চেয়ারম্যান এ নিয়ে উভয়পক্ষকে নিয়ে একটি সালিশ এর আয়োজন। এসময় চেয়ারম্যান যে যেখানে আছে সেখানে থাকার নির্দেশ দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জুম্ম গ্রামবাসী দুঃখ প্রকাশ করে বলেন, নিজের জায়গায় নিজের সৃষ্ট বাগানের উপর নিজেরই এখন অধিকার নেই। এটাকেই বলে নিজভূমিতে নিজেই পরবাসী।