পানছড়িতে বিজিবি কর্তৃক গৃহপালিত গরু জব্দ করার চেষ্টা, এলাকাবাসীদের প্রতিরোধ

হিল ভয়েস, ৫ জুন ২০২৩, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলাস্থ পানছড়ি উপজেলার সীমান্তবর্তী গ্রাম সীমানা পাড়া থেকে বিজিবি কর্তৃক গ্রামবাসীদের গৃহপালিত গরু ‘ভারতীয় গরু’ বলে জোরপূর্বক জব্দ করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পরে এলাকাবাসীর প্রতিরোধের মুখে বিজিবি সদস্যরা গরুগুলো রেখে সেখান থেকে ক্যাম্পে ফিরে যেতে বাধ্য হয়।

ছবি : এলাকাবাসীর প্রতিরোধ

আজ সোমবার (৫ জুন ২০২৩) সকালে বিজিবির ডাইন চন্দবাড়ী ক্যাম্প থেকে একদল বিজিবি সদস্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী গ্রাম ধুধুকছড়া সীমানা পাড়ায় আসে। এ সময় তারা ‘ভারতীয় গরু’ বলে কয়েকজন গ্রামবাসীর পালিত গরু জব্দ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে ক্ষুব্ধ হয়ে এলাকার নারী-পুরুষসহ সকলে মিলে বিজিবি’র এমন অন্যায় কাজের প্রতিবাদ জানায় এবং প্রতিরোধ করে।

পরে, এলাকাবাসীদের ব্যাপক প্রতিরোধের মুখে বিজিবি সদস্যরা গরুগুলো রেখে ক্যাম্পে ফিরে যেতে বাধ্য হয়।

আরো পড়ুন

https://hillvoice.net/bn/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%83%e0%a6%95-%e0%a6%85-2/

More From Author