হিল ভয়েস, ৪ জুন ২০২৩, মংমনসিংহ: আগামীকাল (৫ জুন ২০২৩) ময়মনসিংহে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সম্মিলিত বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বিভাগীয় সংহতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দলে দলে যোগদানের আহ্বান জানানো হয়েছে।
আগামীকাল সোমবার বিকাল ৩টায় ময়মনসিংহ টাউনহলে অনুষ্ঠান শুরু হবে। এটি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন কর্তৃক ঘোষিত ময়মনসিংহ বিভাগীয় সংহতি সমাবেশ ও গণমিছিল।
উল্লেখ্য, দেশের বিশিষ্ট নাগরিকদের নিয়ে গঠিত ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ নামে এই প্লাটফর্মটি গঠনের পরপরই গত ২০ ডিসেম্বর ২০২৩ ঢাকায় প্রথমবার পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সংহতি সমাবেশের আয়োজন করে। এরপর গত ৩১ জানুয়ারি ২০২৩ এই প্ল্যাটফর্মটির উদ্যোগে একই দাবিতে চট্টগ্রামে প্রথম বিভাগীয় সমাবেশ সম্পন্ন হয়। এরপর গত ২০ মার্চ ২০২৩ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সম্মিলিত বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে এই প্ল্যাটফর্মটির উদ্যোগে রংপুরে বিভাগীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত ৮ এপ্রিল ২০২৩ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল রুমে এর উদ্যোগে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে দেশবাসীর দায় ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।