লংগদুতে বিজিবি ও পুলিশ কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে এক নিরীহ জুম্মকে গ্রেপ্তার

হিল ভয়েস, ১ মে ২০২৩, রাঙামাটি: রাঙামাটি জেলাধীন লংগদু উপজেলার ছোট মাহিল্যা এলাকা থেকে স্থানীয় বিজিবি ও পুলিশ কর্তৃক এক নিরীহ জুম্ম গ্রামবাসীকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার এবং বাড়িতে ব্যাপক তল্লাসি চালানোর অভিযোগ পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত ওই গ্রামবাসীর নাম জীবন বিকাশ চাকমা (২৫), পীং-সম্ভু মনি চাকমা, গ্রাম- ছোট মাহিল্যা, লংগদু।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (১ মে ২০২৩) বিকাল আনুমানিক ৩ টার দিকে লংগদু উপজেলার ৩৭ বিজিবির রাজানগর জোনের একদল বিজিবি সদস্য কয়েকজন পুলিশ সদস্যকে সাথে নিয়ে ছোট মাহিল্যা গ্রামে গিয়ে সম্ভু মনি চাকমার (৬০) বাড়ি ঘেরাও করে এবং বাড়িতে ব্যাপক তল্লাসি চালায়। প্রায় আধা ঘন্টা যাবৎ তল্লাসি চালিয়ে বাড়িতে কিছু না পেয়ে শেষ পর্যন্ত পায়খানা ঘরের চাল থেকে কিছু গাঁজা পাওয়া গেছে মর্মে অভিযোগ তুলে বিজিবি ও পুলিশ সদস্যরা সম্ভু মনি চাকমার ছেলে জীবন বিকাশ চাকমাকে আটক করে বিজিবি জোনে নিয়ে যায়। পরে সন্ধ্যা ৬ টার দিকে বিজিবি সদস্যরা জীবন বিকাশ চাকমাকে লংগদু থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

আরো

https://hillvoice.net/bn/%e0%a6%b2%e0%a6%82%e0%a6%97%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/

জানা গেছে, গত ২৭ এপ্রিল ২০২৩ জীবন বিকাশ চাকমা সদ্য বিয়ে করে বাড়িতে বৌ নিয়ে আসে। কিন্তু তার পরদিন (২৮ এপ্রিল ২০২৩) রাত্রে তার বৃদ্ধ দাদীশাশুড়ি মারা যাওয়ার খবর এলে এর পরের দিন (২৯ এপ্রিল ২০২৩) জীবন বিকাশ চাকমা বামে লংগদু গ্রামে তার শশুর বাড়িতে যান। তার দাদীশাশুড়ির অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন করে আজই (১ মে) দুপুরে জীবন বিকাশ চাকমা নিজ বাড়িতে ফিরে আসেন। এর কিছু সময় পরই বিজিবি ও পুলিশ সদস্যরা এসে ষড়যন্ত্রমূলকভাবে জীবন বিকাশ চাকমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

গ্রামবাসীরা জানান, জীবন বিকাশ চাকমা নিরীহ একজন মানুষ। গ্রামে তার ছোট একটি চায়ের দোকান রয়েছে।

জানা গেছে, পার্শ্ববর্তী এক সেটেলার বাঙালি পরিবার দীর্ঘদিন ধরে জীবন বিকাশ চাকমার পিতার জায়গা বেদখল করার চেষ্টা চালাচ্ছে। এনিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধও রয়েছে। গ্রামবাসীদের ধারণা, ওই সেটেলার বাঙালিদের পক্ষ নিয়েই বিজিবি ও পুলিশ সদস্যরা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলে জীবন বিকাশ চাকমাকে গ্রেপ্তার করেছে।

আরো পড়ুন

https://hillvoice.net/bn/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%82%e0%a6%9b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4/

https://hillvoice.net/bn/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%82%e0%a6%9b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf-2/

More From Author