হিল ভয়েস, ২ মে ২০২৩, চট্টগ্রাম: গতকাল (১ মে ২০২৩) চট্টগ্রামে ব্যারিস্টার কলেজ সংলগ্ন প্রাঙ্গণে পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের উদ্যোগে ‘মে দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তাগণ, উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশেও শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে আদিবাসী শ্রমজীবী মানুষের সাথে সকল প্রকার বৈষম্য দূর করার দাবি জানান।
গতকাল সকাল ১০ টায় ‘শ্রমিকদের অধিকার নিশ্চিত করে আদিবাসী শ্রমিকের সাথে বৈষম্য দূর করুন’ শ্লোগান নিয়ে শ্রমিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অমর কৃষ্ণ চাকমা বাবুর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক ফোরামের সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপ এর চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক পাহাড়ি ভট্টাচার্য। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের ব্যারিস্টার কলেজ শাখার যুগ্ম সম্পাদক জিয়াউল হক জিয়া, পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডি এস তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক সন্তোষ বিকাশ চাকমা, আদিবাসী মহিলা ফোরাম এর চট্টগ্রাম অঞ্চল শাখার সভাপতি সোনাবি চাকমা।
আলোচনা সভায় প্রধান অতিথি পাহাড়ি ভট্টাচার্য মে দিবসের সাথে সংহতি প্রকাশ করেন এবং পার্বত্য চট্টগ্রামের নির্যাতিত আদিবাসী জুম্ম জনগণের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে মহান ‘মে দিবস’ তখনই সার্থক হবে যখন পার্বত্য চট্টগ্রামের অধিকারহারা আদিবাসী জুম্ম জনগণের মুখে হাসি ফুঁটবে। তাই তিনি প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ সরকারের কাছে অতি দ্রুত ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।
এছাড়া বক্তারা উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশেও শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে আদিবাসী শ্রমজীবী মানুষের সাথে সকল প্রকার বৈষম্য দূর করা এবং বিশেষ করে আদিবাসী নারী শ্রমিকদের অধিকার সুরক্ষার দাবি জানান।