হিল ভয়েস, ১৯ এপ্রিল ২০২৩, আন্তর্জাতিক ডেস্ক: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) প্রতিনিধি চঞ্চনা চাকমা পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জুম্ম জাতিগোষ্ঠীর আন্দোলনকে অপরাধীকরণের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য আদিবাসীদের অধিকার বিষয়ক স্পেশ্যাল র্যাপোর্টিউর এর প্রতি আহ্বান জানিয়েছেন।
চঞ্চনা চাকমা ১৯ এপ্রিল ২০২৩ তারিখে সকালে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের (ইউএনপিএফআইআই) ২২তম অধিবেশনে এজেন্ডা “আইটেম ৫(ফ) আদিবাসী অধিকার বিষয়ক স্পেশ্যাল র্যাপোর্টিউর ও আদিবাসীদের অধিকার সম্পর্কিত বিশেষজ্ঞ ব্যবস্থার সাথে মানবাধিকার সংলাপ” এর উপর ইন্টারেক্টিভ সংলাপের সময় এই আহ্বান জানান।
চঞ্চনা চাকমা তার বিবৃতিতে ২ ডিসেম্বর ২০২২ তারিখে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির রজতজয়ন্তী উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের ভঙ্গুর মানবাধিকার পরিস্থিতি তুলে ধরার জন্য এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে, পূর্ণাঙ্গভাবে ও দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানোর জন্য স্পেশ্যাল র্যাপোর্টিউর এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমানে সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের পরিবর্তে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সামরিক সমাধানের পথ বেছে নিয়েছে। অন্যদিকে সেনাবাহিনী ও সরকার কর্তৃক পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও আত্মনিয়ন্ত্রণাধিকারের জন্য আদিবাসী জুম্ম জাতিগোষ্ঠীর চলমান আন্দোলনকে অপরাধীকরণ জোরদার করা হয়েছে।
এমন পরিস্থিতিতে, তিনি আদিবাসী জুম্ম জাতিগোষ্ঠীর উপর অপরাধীকরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সাথে বারবার যোগাযোগ বা পদক্ষেপ গ্রহণের জন্য স্পেশ্যাল র্যাপোর্টিউরকে আহ্বান জানান।
ইউএনপিএফআইআই-এর ২২তম অধিবেশন শুরু হয়েছিল গত ১৭ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এবং তা ২৮ এপ্রিল ২০২৩ পর্যন্ত চলবে। প্রীতি বিন্দু চাকমার নেতৃত্বে জনসংহতি সমিতির তিন সদস্যের একটি প্রতিনিধি দল স্থায়ী ফোরামের ২২তম অধিবেশনে যোগ দিচ্ছেন।