হিল ভয়েস, ৫ মার্চ ২০২৩, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি জেলার বরকল উপজেলাধীন সুবলং ইউনিয়নের তিন নিরীহ জুম্ম গ্রামবাসীকে হয়রানি ও নির্যাতনসহ সাময়িক আটকবস্থায় রাখার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী তিন গ্রামবাসী হলেন- (১) শান্তশীল চাকমা বলী (৪৬), পীং-মৃত রঞ্জন বিকাশ চাকমা, গ্রাম-হাজাছড়া, ৬নং ওয়ার্ড, সুবলং ইউনিয়ন, (২) জ্ঞানশীষ চাকমা কালাবো (২৬), পীং-অশ্বিনী কুমার চাকমা, গ্রাম-হাজাছড়া, ৬নং ওয়ার্ড, সুবলং ইউনিয়ন ও (৩) সজীব চাকমা গাবালা (২৬), পীং-পঞ্চচরণ চাকমা, গ্রাম-কিল্যাছড়া, ৩নং ওয়ার্ড, সুবলং ইউনিয়ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ৫ মার্চ ২০২৩, রবিবার, ভোররাত আনুমানিক ২ টার দিকে জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া সেনা জোনের মেজর মারুফ এর নেতৃত্বে সেনাবাহিনীর ২ বেঙ্গলের একটি দল পার্শ্ববর্তী সুবলং-এ গিয়ে বাড়ি ঘেরাও করে উক্ত তিন গ্রামবাসীকে ঘুম থেকে জাগায়। এরপর গ্রামবাসীদের একত্র করে একটি দেশীয় বন্দুক গুঁজে দিয়ে তাদেরকে সেনা জোনে নিয়ে যায়।
জানা গেছে, সেনা সদস্যরা বনযোগীছড়া সেনা জোনে উক্ত তিন গ্রামবাসীকে বেদম মারধর করে। প্রায় দীর্ঘ ১২ ঘন্টা আটকবস্থায় রাখা এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার পর আজ বিকেল ২ টার দিকে উক্ত গ্রামবাসীদের ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।
তবে, কী কারণে সেনাবাহিনী এত রাতে গ্রামবাসীদের ঘুম থেকে তুলে নিয়ে গেল এবং মারধর করল ভুক্তভোগীরা তা জানতে পারেনি।