হিল ভয়েস, ৩১ মার্চ ২০২৩, রাঙামাটি: খাগড়াছড়ির রামগড়ে এক আদিবাসী ছাত্রী ধর্ষণ এবং রাঙামাটির লংগদুতে সেটেলার বাঙালি কর্তৃক এক আদিবাসী জুম্ম ছাত্রীকে অপহরণ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা এবং চিহ্নিত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে প্রেস বিবৃতি দিয়েছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডাব্লিউএফ)।
গতকাল ৩০ মার্চ ২০২৩ হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য উলিসিং মারমা স্বাক্ষরিত এক প্রেস বার্তায় সংগঠনের পক্ষ থেকে এই বিবৃতিদানের কথা জানানো হয়েছে।
বিবৃতিতে অবিলম্বে উক্ত অপহরণ ও ধর্ষণ ঘটনার অপরাধীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করা এবং দ্রুত রোডম্যাপ ঘোষণাপূর্বক পার্বত্য চট্টগ্রাম চুক্তির দ্রুত ও যথাযথ বাস্তবায়ন করার দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ২৩ মার্চ ২০২৩ রাঙামাটি জেলাধীন লংগদু উপজেলার লংগদু ইউনিয়নের মহাজন পাড়া এলাকায় রাতের বেলায় নিজ বাড়ি থেকে ১০ম শ্রেণি পড়ুয়া এক আদিবাসী ছাত্রী (১৫) মোঃ সাকিব হোসেন মান্না (২১) নামে এক বাঙালি সেটেলার ও তার সহযোগীদের কর্তৃক অপহরণের শিকার হয়েছে বলে জানা গেছে। অপহরণ ঘটনার তিনদিন পর বিগত ২৬ মার্চ ২০২৩ তারিখে পরিবারের পক্ষ থেকে লংগদু থানায় অভিযোগপত্র দায়ের করা সত্ত্বেও অপহরণকারীরা এখনও অপহৃত কিশোরীকে ফিরিয়ে দেয়নি। উল্টো অপহরণকারীরা অপহৃত কিশোরীকে বড় ধরনের ক্ষতি করবে বলে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে।
অপরদিকে একই তারিখে (২৩ মার্চ) খাগড়াছড়ির রামগড়ের পাতাছড়া এলাকায় মো: শাহীন আলম ও মো: আলী নামে দুই বাঙালি সেটেলার মোটর সাইকেল চালক কর্তৃক ৭ম শ্রেণীতে পড়ুয়া আরেকজন আদিবাসী স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
বিবৃতি বলা হয়, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত সেটেলার কর্তৃক নারী ধর্ষণ, অপহরণ ও নারী নির্যাতনের ঘটনা সংগঠিত হলেও সে ঘটনাগুলোর সুষ্ঠু ও দ্রুত বিচার না হওয়ায় অপরাধীরা শাস্তির আওতার বাইরে থেকে যাচ্ছে। প্রশাসনের নির্লিপ্ততায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে।
এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা প্রতিনিয়নই ঘটে চললেও অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না বলে হিল উইমেন্স ফেডারেশনের অভিযোগ।