হিল ভয়েস, ১৮ মার্চ ২০২৩, রাজশাহী: গতকাল ১৭ মার্চ ২০২৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের আদিবাসী শিক্ষার্থী ও সমতল অঞ্চলের আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দপূর্ণ সম্পর্ক এবং পারস্পারিক মেলবন্ধন আরও জোরদার ও সুদৃঢ়করণের লক্ষ্যে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এই প্রীতি ফুটবল খেলা উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা পর্বও অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেন্টল চাকমার সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী সোহেল চাকমা, বাংলাদেশ গারো ছাত্র সংসদ (বাগাছাস)) এর রাবি শাখার সভাপতি দিব্য চাংমা, আদিবাসী স্টুডেন্টস ইউনিয়ন (আসারু) এর রাবি শাখার সাধারণ সম্পাদক ধনেশ টুডু, পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) রাজশাহী মহানগর শাখার সভাপতি জীনিচ চাকমা সহ সিনিয়র শিক্ষার্থীবৃন্দ।
সোহেল চাকমা তার বক্তব্যে বলেন, পাহাড় এবং সমতলের আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে যে ভ্রাতৃত্বমূলক ও বন্ধুসুলভ সম্পর্ক সেটি আরো উন্নত করা প্রয়োজন। শুধুমাত্র খেলাধুলার মধ্যে নিজেদের পারস্পারিক সম্পর্ক সীমাবদ্ধ না রেখে একসাথে বিভিন্ন কার্যক্রম, অনুষ্ঠানের মধ্যে দিয়ে কীভাবে আরো উভয়ের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা যায় তার উপর জোর দিতে হবে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের সকল গুরুত্বপূর্ণ কাজে পাহাড়ের আদিবাসী শিক্ষার্থীদের পাশাপাশি সমতলের আদিবাসী শিক্ষার্থীদের সর্বাধিক সাহায্য-সহযোগিতা কামনা করেন।
দিব্য চাংমা তার বক্তব্যে বলেন, বাংলাদেশ গারো ছাত্র সংসদ (বাগাছাস) সবসময় পাহাড়ের আদিবাসী শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে পাশে আছে। তিনি ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার মাধ্যেমে একসাথে কাজ করার আশা ব্যক্ত করেন।
ধনেশ টুডু তার বক্তব্যে বলেন, পাহাড় এবং সমতলের আদিবাসী শিক্ষার্থীদের পারস্পারিক সম্পর্ক উন্নয়নে আসারু সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে৷ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের অধিকার আদায়ে আসারু সবসময় সহযোগিতা বজায় রাখবে বলে তিনি তার বক্তব্য বলেন।
জীনিচ চাকমা তার বক্তব্যে বলেন, পিসিপি দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাহাড়-সমতল আদিবাসী শিক্ষার্থীদের দাবি-দাওয়া পূরণে কাজ করে আসছে। প্রতি বছর ভর্তি পরীক্ষায় কোটা সিট বৃদ্ধি, কোটা সিট সমবন্টন, ভর্তির পর আদিবাসী শিক্ষার্থীদের যাহাতে হলে যথাযথ সিট প্রদান করা হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে পিসিপি সবসময় সোচ্চার থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পিসিপি সর্বাত্মকভাবে পাশে থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
পরিশেষে, প্রীতি ফুটবল খেলায় সমতলের আদিবাসী শিক্ষার্থীরা ১-০ গোলে পাহাড়ের আদিবাসী শিক্ষার্থীদের হারিয়ে জয়লাভ করে।