হিল ভয়েস, ৩০ মার্চ ২০২৩, আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মিজোরাম রাজ্যের লংতলাই জেলায় বম পার্টি খ্যাত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সন্ত্রাসীদের কর্তৃক সাংলিয়ানজুয়াল বম ওরফে পাসেন বম (২৯) নামে বাংলাদেশের বান্দরবানের এক নিরীহ গ্রামবাসী খুনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি।
একাধিক সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ ২০২৩ বম পার্টির সন্ত্রাসীরা মিজোরামের লংতলাই জেলার মংবুহ বম পাড়ার দিকে ধরে নিয়ে সাংলিয়ানজুয়াল বম ওরফে পাসেন বমকে নৃশংসভাবে হত্যা করে।
বমপার্টির হুমকি, অপহরণ ও খুন-খারাবিতে জিম্মি রুমা ও রোয়াংছড়ির সাধারণ গ্রামবাসী
এর পর পরই বম পার্টির অন্যতম মুখপাত্র হিসেবে পরিচিত ভা টে কুকি (Va Te Kuki) নিজেই তার ফেসবুক একাউন্টে উক্ত হত্যার ঘটনার দায় স্বীকার করে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘বম জাতি এবং কেএনএফদের বিরুদ্ধে সার্বক্ষণিক প্রচার ও দুর্নাম করে থাকে এবার তাদেরকে চিহ্নিত করা গেছে।… তারা কেএনএফদের মিটিংয়ে চর (গুপ্তচর) লাগিয়ে দিয়ে কেএনএফ সব নেতাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তারা সফল হতে পারেনি, বরং তাদের চরকে জীবন দিতে হলো।’
হত্যার শিকার সাংলিয়ানজুয়াল বম ওরফে পাসেন বম এর বাড়ি বান্দরবান জেলার রুমা উপজেলার আর্থাহ পাড়ায় বলে জানা গেছে। তার স্ত্রী ও ৬ বছরের একটি ছেলে রয়েছে বলে জানা গেছে।
রুমায় বমপার্টি কর্তৃক ৪ গ্রামবাসী অপহরণ, গ্রামবাসীদেরকে গ্রাম ছাড়তে হুমকি, ভয়ে স্কুল বন্ধ
উল্লেখ্য যে, গত বছর থেকে এ যাবৎ কেএনএফ বম জনগোষ্ঠীর ১১ জনসহ ২৬ জন নিরীহ গ্রামবাসীকে অপহরণ, বম জনগোষ্ঠীর ৩ জনসহ কমপক্ষে ৭ জনকে হত্যা, প্রায় দুই ডজন গ্রামের এক হাজারের বম, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা ও মারমা অধিবাসী উচ্ছেদ করেছে। বমপার্টির উচ্ছেদের শিকার হয়েছে বম জনগোষ্ঠীর প্রায় ছয়শত গ্রামবাসী শরণার্থী হিসেবে মিজোরামে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছে।