হিল ভয়েস, ১৬ মার্চ ২০২৩, বান্দরবান: বান্দরবানের জেল থেকে জামিনে মুক্তি পাওয়া পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) দুই নেতা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক জেলগেট থেকে আবার গ্রেপ্তারের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ১৫ মার্চ ২০২৩ সন্ধ্যা ৭:৩০ টার দিকে দুই ছাত্র নেতার জেল থেকে বের হওয়া এবং সেনাবাহিনী কর্তৃক আবার তাদেরকে জেলগেট থেকে গ্রেপ্তারের ঘটনা ঘটে।
সেনাবাহিনী কর্তৃক আটক ও মিথ্যা মামলার শিকার হয়ে প্রায় এক বছর জেলে থাকার পর উচ্চ আদালতের জামিন নিয়ে গতকাল এই দুই ছাত্রনেতা বান্দরবান জেল থেকে বের হন। কিন্তু বের হওয়ার সাথে সাথে দুই ছাত্রনেতা আবার সেনাবাহিনীর বেআইনী গ্রেপ্তারের শিকার হন।
ভুক্তভোগী দুই ছাত্রনেতা হলেন পিসিপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি থুইমং প্রু মারমা (টি এম প্রু মারমা) ও কেন্দ্রীয় সদস্য থুইনুমং মারমা। টি এম প্রু মারমার বাড়ি থানচি’র হেডম্যান পাড়া এবং থুইনুমং মারমার বাড়ি রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৯ মে ২০২২, দুপুর আনুমানিক ২:০০ টার দিকে বান্দরবান-রাঙ্গামাটি সড়কে বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়ন এলাকার চেমিডলু পাড়া সেনাক্যাম্পের সামনে থেকে সেনাসদস্যরা উক্ত দুই ছাত্রনেতাকে গ্রেপ্তার করে। ছাত্রনেতারা এসময় রাঙ্গামাটি শহরে অনুষ্ঠিতব্য পিসিপি’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৬তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানে যোগ দিতে মোটর সাইকেল যোগে রাঙ্গামাটিতে যাচ্ছিলেন।
পরে সেনাবাহিনী গত ২ ফেব্রুয়ারি ২০২২ তারিখের এক ঘটনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান হত্যা মামলায় মিথ্যাভাবে জড়িত করে উক্ত দুই ছাত্রনেতাকে ২১ মে ২০২২ বান্দরবানের রুমা থানার পুলিশের নিকট সোপর্দ করে। পরে পুলিশ তাদেরকে বান্দরবান জেলে প্রেরণ করে।
জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি ২০২২ তারিখ দায়েরকৃত ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান হত্যা মামলায় অভিযুক্তের তালিকায় উক্ত দুই ছাত্রনেতার নাম না থাকলেও সেনাবাহিনী ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে মামলা জড়িত করে।