হিল ভয়েস, ১০ মার্চ ২০২৩, রাজশাহী: রাজশাহীতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), রাজশাহী মহানগর শাখার ২৩তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুমন মারমা বলেছেন, আগামী দিনগুলোতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে যেকোনো লড়াই সংগ্রামে পিসিপি যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি অবিলম্বে সরকারকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানান।
গত ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স মিলনায়তনে ‘দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ৫% আদিবাসী কোটা চালু করা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজ বৃহত্তর আন্দোলনে সামিল হউন’ এই দাবি ও আহ্বানকে সামনে রেখে পিসিপির রাজশাহী মহানগর শাখার এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
পিসিপির রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক জীনিচ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুকুল পাহান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন পিসিপির রাজশাহী মহানগর শাখার অর্থ সম্পাদক জেন্টল চাকমা। সম্মেলনে সঞ্চালনা করেন পিসিপির রাজশাহী মহানগর শাখার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিজয় চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা বলেন, পাহাড় থেকে যেসকল শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করতে আসে তাদেরকে শুধুমাত্র পাঠ্য-পুস্তকের গৎবাঁধা পড়ালেখায় নিমজ্জিত না থেকে পাহাড়ের মানুষের অস্তিত্বের শেকড়ে পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে শাসকগোষ্ঠী কর্তৃক সংঘটিত নিপীড়ন-নির্যাতন নিয়ে সোচ্চার হওয়া উচিত। তিনি বলেন, আজকে পাহাড়ে যে বিভাজনের রাজনীতি তা একদিনে সৃষ্টি হয়নি। পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে ভন্ডুল করার উদ্দেশ্যে শাসকগোষ্ঠী কালের পরিক্রমায় পাহাড়ে বেশ কয়েকটি ভুঁইফোঁড় সশস্ত্র গোষ্ঠী সৃষ্টি করেছে যারা সবসময় পাহাড়ে বিভাজনের রাজনীতি করে আসছে।
আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুকুল পাহান তার বক্তব্যে বলেন, পাহাড়ের জুম্ম জনগণ অধিকার আদায়ের জন্য যে দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রামে যুক্ত রয়েছে আদিবাসী ছাত্র পরিষদ তাদের সাথে সবসময় একাত্ম হয়ে কাজ করার চেষ্টা করেছে। তিনি তার বক্তব্যে পাহাড়ে যে বিভাজন সেই বিভাজনের ফাঁদে পাহাড়ের সাধারণ জুম্ম শিক্ষার্থীদের পা না দিয়ে ঐক্যবদ্ধ হয়ে পার্বত্য চুক্তি বাস্তবায়নের পক্ষে যথাযথ ভূমিকা রাখার আহবান জানান।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান বলেন, পিসিপি দীর্ঘ বছর ধরে পাহাড়ে নিপীড়িত, নির্যাতিত, শোষণ-বঞ্চনার শিকার হওয়া পাহাড় এবং সমতলের মানুষের পক্ষে সংগ্রাম করে আসছে। তিনি পিসিপির সঙ্গে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কাউন্সিলে ২৩ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান পিসিপি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি থোয়াইক্যজাই চাক।