হিল ভয়েস, ৩০ মার্চ ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার জুরাছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক টহল অভিযানের নামে ২ টি বাড়িতে হয়রানিমূলক তল্লাসীসহ অন্তত ৫ জনকে ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ মার্চ ২০২৩) তারিখে জুরাছড়ি উপজেলাধীন ২নং বনযোগীছড়া ইউনিয়নে ৬ ও ৭নং ওয়ার্ডে যথাক্রমে চুমোচুমি ও চকপতিঘাট গ্রামে ২বীর বনযোগীছড়া জোন ও জোনের অধীন যক্ষা বাজার আর্মি ক্যাম্প ও ১৬১০ ক্যাম্প এবং জোন সদর হতে জোন উপ অধিনায়ক মেজর মোঃ শফিকুল পিএসসির নেতৃত্বে একদল সেনা বনযোগীছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চুমোচুমি গ্রামে তল্লাসী অভিযান চালায়৷ এ সময় সেনা সদস্যরা রাসেল চাকমা, পীং- নন্দিলাল চাকমা (২১) ও রাজু চাকমা, পীং- দয়াল চাকমা(১৯) সহ সর্বমোট ৫ জনকে বিকাল ৩ ঘটিকার সময় তাদের নিজ বাড়ি হতে ১৬১০ ক্যাম্পে ধরে নিয়ে যায় এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে মধ্যে অন্যতম হচ্ছে সুমিত চাকমা, পলাশ চাকমা, পন চাকমা, বম চাকমা, বরুন চাকমা এবং সুবর্ণ চাকমারা কোথায় থাকে এবং সন্ত্রাসীরা কোথায় ইত্যাদি।
অপরদিকে, গতকাল বুধবার (২৯ মার্চ ২০২৩) একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সকাল হতে না হতেই ভোর ৪ ঘটিকার সময় সেনাসদস্যরা চকপতিঘাট গ্রামটি চারিদিক থেকে ঘিরে রেখে নির্মল চাকমা, পীং- মতিলাল চাকমা ও বরুন চাকমা, পীং- প্রেমলাল চাকমা দুটি বাড়িতে ব্যাপক তল্লাসী চালায় বলে অভিযোগ পাওয়া যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্তমানে সেনাসদস্যরা সামিরা পাড়া, ঘিলাতুলী ও চুমোচুমি গ্রামে অবস্থান করছে বলে জানা গেছে।