হিল ভয়েস, ১১ মার্চ ২০২৩, রাঙ্গামাটি: গতকাল ১০ মার্চ ২০২৩ জুরাছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) জুরাছড়ি থানা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সুবর্ণ চাকমাকে সভাপতি ও স্বরেশ চাকমাকে সাধারণ সম্পাদক ও সুরেন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন জুরাছড়ি থানা কমিটি গঠন করা হয়েছে।
‘পার্বত্য চুক্তি যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজের বৃহত্তর আন্দোলন গড়ে তুলুন’ শ্লোগান নিয়ে অনুষ্ঠিত কাউন্সিল ও সম্মেলনের সভায় সভাপতিত্ব করেন সুবর্ণ চাকমা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জুরাছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক সুমিত চাকমা এবং আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মহিলা সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি জোনাকি চাকমা সহ পিসিসির জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বহু মানুষের রক্ত ও অপরিসীম ত্যাগতিতিক্ষার বিনিময়ে অর্জিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি দীর্ঘ ২৫ বছরেও সরকার বাস্তবায়ন না করায় এবং উল্টো একের পর এক চুক্তি বিরোধী নানা ষড়যন্ত্রমূলক পদক্ষেপের তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন। জুম্ম জনগণের জাতীয় অস্তিত্ব ও জন্মভূমির অস্তিত্ব রক্ষার স্বার্থে পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নের বিকল্প নেই।
সভায় নেতৃবৃন্দ পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলনে ঐতিহাসিক দায়িত্ব পালনে এবং জাতীয় স্বার্থে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিশেষ করে ছাত্র-যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে অধিকতরভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
নেতৃবৃন্দ জুম্ম নারীর উপর সহিংসতাসহ জুম্ম জনগণের উপর প্রতিনিয়ত নির্যাতন নিপীড়ন ও মানবাধিকার লংঘন হচ্ছে বলে উল্লেখ করে, এব্যাপারে ছাত্র-যুব সমাজকে প্রতিবাদ ও প্রতিরোধে অধিকতর সোচ্চার হওয়ার আহ্বান জানান।