আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের অধিবেশনের উপর পার্বত্য মন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক সভা

হিল ভয়েস, ৩০ মার্চ ২০২৩, বিশেষ সংবাদদাতা: জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের আসন্ন ২২তম অধিবেশনের উপর প্রস্তুতিমূলক সভা করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সচিব মোসাম্মত হামিদা বেগমের সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কী আলোচনা হয়েছে তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

তবে উক্ত সভায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরকে আমন্ত্রণ করা হলেও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদের কোন প্রতিনিধিকে আমন্ত্রণ করা হয়নি।

উল্লেখ্য যে, আগামী ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত নিউইয়র্কস্থ জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ২২তম অধিবেশন অনুষ্ঠিত হবে।

আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের অধিবেশনে প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশের আদিবাসী জাতিগোষ্ঠী সংগঠনের প্রতিনিধি, সরকারি প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন বিশেষায়িত সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করে থাকেন।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে আদিবাসী সংগঠনের প্রতিনিধি, সরকারের পক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করে থাকেন।

বাংলাদেশ সরকারের প্রতিনিধিবৃন্দ প্রত্যেক বছর জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের অধিবেশনে আদিবাসী বিরোধী বক্তব্য প্রদান করে থাকেন এবং চুক্তি বাস্তবায়ন ও আদিবাসীদের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে থাকেন।

More From Author