লামায় রেংয়েন ম্রো পাড়ার বৌদ্ধ বিহারের জায়গা দখল করে রাবার কোম্পানির ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

হিল ভয়েস, ২৬ ফেব্রুয়ারি ২০২৩, বান্দরবান: বান্দরবান জেলাধীন লামা উপজেলার সরই ইউনিয়নে রেংয়েন ম্রো কার্বারি পাড়ার বৌদ্ধ বিহারের জায়গা বেদখল করে সেখানে রাবার কোম্পানি কর্তৃক ঘর নির্মাণের প্রতিবাদে এলাকার আদিবাসীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১১ টার দিকে স্থানীয় আদিবাসীদের সংগঠন ‘লামা ভূমি রক্ষা কমিটি’র উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক রংধজন ত্রিপুরার সভাপতিত্বে এবং মথি ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনের আলোচনা সভায় বক্তব্য রাখেন সংলে ম্রো, লাংকম ম্রো কার্বারি ও রেংয়েন ম্রো কার্বারি।

মানববন্ধনে ভুক্তভোগী রেংয়েন ম্রো কার্বারি পাড়া, লাংকম ম্রো কার্বারি পাড়া ও জয়চন্দ্র ত্রিপুরা কার্বারি পাড়ার প্রায় তিন শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে নেতৃবৃন্দ বৌদ্ধ বিহারের জায়গা বেদখল করে লামা রাবার কোম্পানির লোকজন কর্তৃক ঘর নির্মাণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং অবিলম্বে উক্ত ঘর তুলে নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধন শুরু হওয়ার আগে লামা উপজেলার ৫নং সরই ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস লাংকম ম্রো কার্বারি পাড়ায় গিয়ে রাবার কোম্পানির পক্ষে কথা বলে গ্রামবাসীদের ৫ একর করে ভূমি প্রদানের প্রস্তাব দিলে গ্রামবাসী এই প্রস্তাবের বিপক্ষে তীব্র প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা লামা রাবার ইন্ডাস্ট্রিজের অন্যায্য ৫ একর চাই না। আমরা আমাদের ৪০০ একর ভূমির মালিকানা চাই। আমাদের কোন ভয় নাই। যা আছে সবকিছু আমরা হারিয়েছি। ভূমি রক্ষার দাবিতে আমরা শেষ জীবন পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি ২০২৩ লামা রাবার ইন্ডাস্ট্রিজ এর দায়িত্বপ্রাপ্ত মোঃ দেলোয়ার এর নেতৃত্বে ২০-৩০ জনের একদল বহিরাগত ভাড়াটে বাঙালি রেংয়েন ম্রো কার্বারি পাড়ায় গিয়ে স্থানীয় ম্রোদের ধর্মীয় প্রতিষ্ঠান অশোক বৌদ্ধ বিহারের জায়গায় জোরপূর্বক রাবার কোম্পানির ঘর নির্মাণ করে।

এর আগে গত ১০ আগস্ট ২০২২ লামা রাবার ইন্ডাস্ট্রিজ এর লেলিয়ে দেয়া একদল দুর্বৃত্ত রেংয়েন ম্রো পাড়ায় নির্মিত অশোক বৌদ্ধ বিহারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং ২টি বুদ্ধমুর্তি লুট করে নিয়ে যায়।

উল্লেখ্য, লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কর্তৃপক্ষ ভাড়াটে ভূমিদস্যুদের দিয়ে দীর্ঘদিন ধরে লামার সরই ইউনিয়নের লাংকম ম্রো কার্বারি পাড়া, জয়চন্দ্র ত্রিপুরা কার্বারি পাড়া এবং রেংয়েন ম্রো কার্বারি পাড়ার আদিবাসীদের অবশিষ্ট ৪০০ একর জুমের বাগান এবং ভূমি বেদখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দীর্ঘ দিনের অভিযোগ রয়েছে। এই অবস্থায় ম্রো ও ত্রিপুরা জাতিগোষ্ঠী অধ্যুষিত এই তিন আদিবাসী গ্রামের ৩৯টি পরিবারের ২০০ নারী-পুরুষ এখন উচ্ছেদ আতঙ্কে রয়েছেন।

গ্রাসবাসীরা জানান, তাদের গ্রামের প্রায় ৪০০ একর ভূমিতে তারা বংশপরম্পরায় জুমচাষ ও বাগান-বাগিচা করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু ২০১৯ সালে হঠাৎ লামা রাবার ইন্ড্রাস্ট্রিজ নামের একটি কোম্পানি রাবার প্লটের নামে জুম্মদের ঐসব ভূমি দখলে নেয়ার অপচেষ্টা শুরু করে।

ইতোপূর্বে সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার নতুন পাড়া, ঢেঁকিছড়া পাড়া ও নোয়া পাড়ায় লামা রাবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ইজারার নামে ১,৬০০ একর জায়গা দখল করে।

More From Author