হিল ভয়েস, ৮ ফেব্রুয়ারি ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের ছোট পানছড়ি নামক এলাকা থেকে তিন নিরীহ গ্রামবাসীকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ধরে নিয়ে গেছে এবং সেনা ক্যাম্পে আটক রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী তিন গ্রামবাসীর পরিচয় (১) সুভাষ বিজয় চাকমা, পীং-অশ্বিনী কুমার চাকমা, গ্রাম- ছোট পানছড়ি; (২) অমর বিকাশ চাকমা ভাইয়ে, পীং-অশ্বিনী কুমার চাকমা, গ্রাম- ছোট পানছড়ি ও (৩) মনঅ চাকমা, পীং-রজনী চাকমা, সাং-আইমাছড়া ইউনিয়ন, বরকল উপজেলা।
তবে প্রায় ১১ ঘন্টা ক্যাম্পে আটক রাখার পর আজ (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে অমর বিকাশ চাকমা ও মনঅ চাকমাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। অপরদিকে সুভাষ বিজয় চাকমাকে জুরাছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ৭ ফেব্রুয়ারি ২০২৩ রাত আনুমানিক ১১ টার দিকে জুরাছড়ির বনযোগীছড়া সেনা জোনের অধীন যক্ষা বাজার সেনা ক্যাম্প হতে ক্যাপ্টেন মোশাররফ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল বনযোগীছড়া ইউনিয়নের পানছড়ি গ্রাম থেকে সুভাষ বিজয় চাকমা, অমর বিকাশ চাকমা ও মনঅ চাকমাকে ধরে নিয়ে যায়।
এরপর সেনাবাহিনী তাদেরকে যক্ষা বাজার সেনা ক্যাম্পে আটক রাখে বলে জানা গেছে।
জানা গেছে, আটককৃতদের মধ্যে সুভাষ বিজয় চাকমার নামে একাধিক মিথ্যা মামলা রয়েছে। সুভাষ বিজয় চাকমা একসময় জনসংহতি সমিতির স্থানীয় সাংগঠনিক কাজে সহযোগিতা করতেন। একপর্যায়ে পার্বত্য চট্টগ্রামের অন্যান্য এলাকার ন্যায় জুরাছড়ি এলাকায় সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি পেলে অন্যান্য অনেকের সাথে সুভাষ বিজয় চাকমাকেও মিথ্যা মামলায় জড়িত করা হয়।