হিল ভয়েস, ২২ ফেব্রুয়ারি ২০২৩, চট্টগ্রাম: গতকাল ২১ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, চট্টগ্রামে পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের উদ্যোগে বনভোজন ও পুনর্মিলনী উপলক্ষে খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক সুবর্ণ চাকমা।
সুজন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের চট্টগ্রাম অঞ্চল শাখার সভাপতি এস জে চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের সভাপতি অমর কৃষ্ণ চাকমা বাবু, সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সুপ্রিয় তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের সাংগঠনিক সম্পাদক সন্তোষ চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে এস জে চাকমা বলেন, জাতির এই ক্লান্তি লগ্নে পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের আরো ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করতে হবে। আদিবাসী জাতির অস্তিত্ব সংরক্ষণের লক্ষে যুব সমাজকে ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যগত অধিকার আদায়ের সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আদিবাসী নারীরা অনেকাংশে পিছিয়ে রয়েছে। তাই চুক্তি বাস্তবায়নের আন্দোলনে তিনি আদিবাসী নারীদের এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, সকল আদিবাসী জাতিসত্তার মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য জাতিগত বৈষম্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনে সামিল হতে হবে