হিল ভয়েস, ২৭ ফ্রেুয়ারি ২০২৩, ঢাকা: দেশের দশটি আদিবাসী জনগোষ্ঠীর জন্য পৃথক অধিদপ্তর গঠনের জন্য আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের মতামত নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
গতকাল রোববার (২৬ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩২তম বৈঠকে এ সুপারিশ করেছে।
উক্ত বৈঠক সূত্রে জানা গেছে, সারা দেশের মোট দশটি আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, তাদের সাংস্কৃতিক কার্যক্রম দেশে-বিদেশে সুচারুভাবে তুলে ধরা ও সর্বোপরি সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও যুগোপযোগী ও গতিশীল করার উদ্দেশ্যে একটি আলাদা অধিদপ্তর গঠনের জন্য আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের মতামত গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
এছাড়া বৈঠকে পাহাড়িদের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে আদিবাসীদের তৈরি পণ্য সামগ্রী কীভাবে বাজারজাত করা যায় এবং কীভাবে বিদেশে বিপণন করা যায়, সে সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দিতে কমিটি মন্ত্রণালয়কে সুপাশিও করেছে কমিটি।
উক্ত কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে কমিটির সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, অসীম কুমার উকিল এবং সুবর্ণা মোস্তাফা অংশ নেন বলে জানা যায়।