হিল ভয়েস, ৬ জানুয়ারি ২০২৩, চট্টগ্রাম: বিগত একাদশ সংসদ নির্বাচনের পূর্বে সরকারি দলের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি সংখ্যালঘু-আদিবাসী স্বার্থ-বান্ধব অঙ্গিকারসমূহ বাস্তবায়নের ধারাবাহিক আন্দোলনের চতুর্থ পর্যায়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বাধীন সংখ্যালঘু-আদিবাসী ঐক্যমোর্চা সারাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রোড মার্চ কর্মসূচি শুরু হয়েছে।
আজ শুক্রবার (৬ জানুয়ারি ২০২৩) সারা বাংলাদেশের বিভাগীয় জেলা ও মহানগর এবং উপজেলাসমূহে একযোগে রোড মার্চ শুরু হয়েছে। আজ বেলা ২:০০ টায় চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন চত্বরে এ রোড মার্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তির অন্যতম স্বাক্ষরকারী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
উদ্বোধনী ভাষণে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেন, বিগত বছর থেকে বাংলাদেশের সংখ্যালঘু জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে, সেই আন্দোলনের সর্বশেষ কর্মসূচি বাস্তবায়িত হতে যাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুরা নানাভাবে শোষিত, বঞ্চিত ও প্রতারিত হয়ে আসছে। আমাদের স্বাধিকার অধিকার আদায়ের লক্ষ্যে এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমাদের নেতৃত্বকে আরো সুসংগঠিত করতে হবে, আরো সংগ্রামী করতে হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যে, আদিবাসী এবং সংখ্যালঘু সমাজ, এখানকার বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমাজ, তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ে সবাই এগিয়ে আসবে। এই ৭ দফা দাবি পূরণের মধ্য দিয়ে আমাদের যে জীবনধারার উপর বঞ্চনা, সেই বঞ্চনা অবসানের একটা ক্ষেত্র তৈরি হবে। পরিশেষে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকার উদ্দেশ্যে লংমার্চ শুরু করার জন্য তিনি উদ্বোধন ঘোষণা করেন।
বেলা ২:০০ টায় চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন চত্বর থেকে এ রোড মার্চ শুরু হওয়ার পর এখান থেকে চট্টগ্রাম গেইটে, সীতাকুন্ড মোড়ে, মিরসরাইয়ের বারইয়ার হাটে, ফেণীর মহিপালে এবং কুমিল্লা শহরে পথসভা শেষে সেখানে যাত্রা বিরতি ঘটবে।
পরদিন সকাল ৮.৩০টায় কুমিল্লা শহরের টাউন হল থেকে আবার রোড মার্চ শুরু হবে এবং আলেয়ার চরে বিশ্বরোডের বিজয় ভাস্কর্যের সামনে, চান্দিনায়, দাউদকান্দিতে, ভবেরচরে, চিটাগাং রোডে (নবীনগর রাস্তার মাথায়) পথসভা শেষে তা ঢাকার শাহবাগের জমায়েতের সাথে মিলিত হবে।
এ রোড মার্চে অংশ নেবে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম মহানগর, দক্ষিণ জেলা, উত্তর জেলা, ফেণী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের সকল বিভাগের জেলাসমূহ নিজ নিজ রুটে রোড মার্চ সহকারে ঢাকায় এসে পৌঁছবে।
সকল প্রত্যন্ত অঞ্চল থেকে রোড মার্চ আগামীকাল শনিবার (৭ জানুয়ারি, ২০২৩) বেলা ১১:০০ টার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থলে উপস্থিত হবে এবং সেখানে জমায়েত শেষে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের পর পদযাত্রা সহকারে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের জন্যে তাঁর কার্যালয়ের দিকে যাত্রা করবে।