হিল ভয়েস, ১৮ জানুয়ারি ২০২৩, বিশেষ প্রতিবেদক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে বাড়িঘর ভাঙচুরের ঘটনা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
গত রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ উপজেলার কান্দি ইউনিয়নের উত্তর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্প্রতি ভারতে অবস্থানরত আবির অধিকারী (২৫) তার ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে মহানবীকে কটূক্তি করেন বলে অভিযোগ উঠেছে।
এ খবর ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলাসহ আশপাশের এলাকার মুসলমানরা একত্রিত হয়ে আবিরদের বাড়ির মাখন লাল অধিকারী, পলাশ অধিকারী ও সন্তোষ অধিকারীর বসতঘর ভাঙচুর করে।
খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আবির উত্তর কান্দি গ্রামের অনাদী অধিকারীর ছেলে। এদিকে এলাকাবাসী জানিয়েছে, আবির ও তার পরিবার ৭ বছর আগে ভারত চলে যায়। এমনকি তারা তাদের জমিজমাও বিক্রি করে গেছে।
আবিরের চাচাতো ভাই সৌরভ অধিকারী বলেন, আবির ফেসবুকে কী লিখেছে তা আমরা জানি না। রোববার সন্ধ্যায় হঠাৎ করে ৪-৫শ লোক এসে আমাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। বাড়িতে আমরা ৫টি পরিবার বসবাস করছি। আমরা এখন আতঙ্কে আছি।
এ বিষয়ে কোটালীপাড়া ওলামা পরিষদের প্রচার সম্পাদক বশির বিন সামসুদ্দিন বলেন, আবিরের মন্তব্য সত্যিই নিন্দনীয়। আমরা তার বিচার চাই। তবে এ ঘটনায় ৩টি পরিবারের ওপর হামলাকে আমরা সমর্থন করি না।
কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান বলেন, আবির ভারতে থাকায় আপাতত তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না।
সূত্র: সমকাল