হিল ভয়েস, ৯ নভেম্বর ২০২২, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সেটেলার বাঙালী কর্তৃক ২ জুম্ম গ্রামবাসীর আম বাগান এবং লিচু বাগান দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৬ নভেম্বর) আনুমানিক সকাল ১০ টার সময় মো:জাহাঙ্গীর (২৮) পীং- মো: সরোয়ার (৪৬) এর নেতৃত্বে ৪-৫ জন সেটেলার বাঙালি জুম্মদের জায়গা বেদখল করে ঘর নির্মাণ করে।
ভুক্তভোগী ব্যাক্তিরা হলেন- প্রানময় চাকমা (৪০),পীং-অমর কান্তি চাকমা (৬৫) ও দোয়েল বিকাশ চাকমা (৪২) পীং- মৃত-অশোক কুমার চাকমা।
ভুক্তভোগী প্রাণময় চাকমা এবং দোয়েল বিকাশ চাকমা অভিযোগ করে বলেন, গত রবিবার (৬ নভেম্বর) ভূষনছড়া ত্যাগই সুখ বনবিহারে কঠিন চিবর দান অনুষ্ঠিত হলে গ্রামের সিংহ ভাগ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাই। সেই সুযোগে মো: জাহাঙ্গীরসহ ৪-৫ জন সেটেলার বাঙালি আমাদের জায়গায় এসে ঘর নির্মাণ করে চলে যান। মোঃ জাহাঙ্গীরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি উল্টো নানাভাবে গালি গালাজ করেন আর যদি ঘর ভেঙে দেওয়া হয় ফল ভালো হবে না বলেও হুমকি দেন। এখন তারা অনেকটা ভয় আর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।
দোয়েল বিকাশ চাকমা আরও বলেন , যে জায়গাটিতে ঘর নির্মাণ করা হয়েছে সেই জায়গার পরিমাণ ৪ একর এর মতো। যা আমার লিচু বাগান এবং প্রাণময় চাকমার আম বাগান রয়েছে। এর আগেও এই জায়গাটি বার বার দখল করার চেষ্টা করেন সেটেলার মো: জাহাঙ্গীর। আমরা বার বার সমস্যার কথা জানালেও প্রশাসন থেকে কোন প্রকার সাড়া পাইনি। তিনি বলেন, আমরা প্রশাসনের কাছ থেকে শুধু আশার বাণীটুকু পেলেও পূর্ণ সমাধান পাইনি। প্রশাসনকে বার বার নিজেদের সমস্যার কথা জানালেও কোনো সমাধান না হওয়ায় আমরা হয়রানির শিকার হচ্ছি।
তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আবারও প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু সমাধানের দাবি জানাই।