হিল ভয়েস, ১০ নভেম্বর ২০২২, বাঘাইছড়ি: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভার আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা কমিটি উদ্যোগে সারোয়াতুলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিজক খাগড়াছড়িতে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সকাল ৯:০০ ঘটিকায় অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সহসভাপতি ডা: সুমতি বিকাশ চাকমা। স্মরণ সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা কমিটির আহবায়ক প্রভাত কুমার চাকমা।
শোকবার্তা পাঠ করেন হিল উমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি সদস্য সাবেক সান্তনা চাকমা ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের বাঘাইছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক উদ্দীপন চাকমা।
স্বাগত বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা কমিটির সদস্য সচিব নয়ন জ্যোতি চাকমা। এছাড়া বক্তব্য প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম যুবি সমিতির বাঘাইছড়ি শাখার সহ সভাপতি ধন বিকাশ চাকমা, জনপ্রতিনিধিদের পক্ষে ৩০নং সারোয়াতুলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড-এর সদস্য অমূল্য রতন চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা শাখার সদস্য ত্রিদিব চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির বাঘাইছড়ি থানা শাখার সভাপতি লক্ষী মালা চাকমা প্রমুখ নেতৃবৃন্দ।
বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের তালছড়া, বাঘাইছড়ি ইউনিয়নের নিউ লাল্যঘোনা ও বাঘাইছড়ি স্পোর্টিং ক্লাব শিজক দোজর বাজারেও এম এন লারমার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।