হিল ভয়েস, ১০ নভেম্বর ২০২২, ঢাকা: জুম্ম জাতির অগ্রদূত, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি, চিরবিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৯তম মৃত্যুবার্ষিকীতে প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া জুম্ম শিক্ষার্থীবৃন্দ।
১০ই নভেম্বর প্রথম প্রহরে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শহীদ বেদীতে এক স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভার শুরুতে প্রয়াত নেতা’র প্রতি পুষ্পমাল্য অর্পন করেন জুম্ম শিক্ষার্থীবৃন্দ।
উক্ত শোকসভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুমেধ চাকমা এবং সঞ্চালক হিসেবে সাংগঠনিক সম্পাদক ছিলেন অনন্ত তঞ্চঙ্গ্যা।
পিসিপি ঢাবি শাখার স্কুল ও পাঠাগার বিষয়ক সম্পাদক সৈসানু মারমা বলেন, “মানবেন্দ্র নারায়ণ লারমা একটি সূর্যের মত। তিনি জুম্ম জাতীয়বাদ প্রতিষ্ঠায় জুম্মদের অন্ধকার দরকার দূর করার জন্য সূর্যের মত দেদীপ্যমান হয়ে শিক্ষা ও চেতনার আলো ছড়িয়েছেন। কাপ্তাই বাঁধের বিরুদ্ধে তাঁর রুখে দাঁড়ানো শুরু হয় এবং সেখান থেকেই তিনি জুম্ম জনগণকে সংগঠিত করেছেন। তাই আমাদের তরুণ প্রজন্মকে তাঁর জীবন থেকে শিক্ষা নেওয়া জরুরী।”
সভায় উপস্থিত বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক চ্যং ইয়ং ম্রো বলেন, “বিগত ২৪ বছরেও পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধান হওয়া তো দূরের কথা, বরং সমস্যা আরো জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। বর্তমানে পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি খুবই নাজুক।”
সংহতি বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি ঐতিহ্য চাকমা বলেন, “মানবেন্দ্র নারায়ণ লারমা তার আদর্শের জন্য আমাদের মাঝে অমর হয়ে আছেন। জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা করতে হলে তার নির্দেশিত পথে আমাদের এগিয়ে যেতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রামকে আরো বেগবান করতে হবে।”
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শুভ চাকমা তার বক্তব্যে বলেন, “বর্তমানে দেখা যায় আমাদের জুম্ম তরুণের একটি বিশাল অংশ মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন ও সংগ্রামকে জানে না। তাঁকে জানার জন্য, তার চেতনাকে ধারণ করার জন্য ও তার প্রতিষ্ঠিত আত্মনিয়ন্ত্রাধিকারের সংগ্রামকে বোঝার জন্য আমাদের সবার তার জীবন ও সংগ্রাম বইটি অধ্যয়ন করতে হবে।”
সভাপতির বক্তব্যে সুমেধ চাকমা বলেন, “আজকের এইদিনে আমরা এমন একজন মহান নেতাকে হারিয়েছি, যিনি সদ্য স্বাধীন বাংলাদেশের পথচলার নির্দেশনা দিয়ে গেছেন তাঁর সংসদীয় বিতর্কে রাখা বক্তব্যের মধ্যে। তাঁর নির্দেশনা এবং কল্পিত রাষ্ট্রব্যবস্থায় সবার সমান অধিকারের নিশ্চয়তা ছিল।”
শোকসভায় মানবেন্দ্র নারায়ণ লারমাসহ এ দিনে শহীদ অন্য নেতাদের স্মরণে আরো বক্তব্য রাখেন ঢাবি শাখার তথ্য ও প্রচার সম্পাদক শান্তিময় চাকমা, সদস্য মিশুক চাকমা, উ সৈ লা মারমা প্রমুখ।
১৯৮৩ সালের ১০ই নভেম্বর গভীর রাতে বিভেদপন্থী গিরি-প্রকাশ-দেবেন-পলাশ চক্রের অতর্কিত সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন জুম্ম জনগণের অত্যন্ত প্রিয়জন, নিপীড়িত মানুষের পরম বন্ধু, পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় অবিসংবাদিত এই এম এন লারমা।