হিল ভয়েস, ১০ অক্টোবর ২০২২, ঢাকা: নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার অন্তর্গত কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আদিবাসী নেতা হত্যাকান্ডে অনতিবিলম্বে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
গতকাল রবিবার (৯ অক্টোবর) ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদারের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরিষদ এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয় যে, আদিবাসী নেতা সুব্রত সাংমা শুভ-এর নির্মম হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ঐক্য পরিষদের সভাপতিত্রয় সাবেক সাংসদ ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ অনতিবিলম্বে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের নিমিত্তে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছেন।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ২০২২ বিকালে কুল্লাগড়া ইউনিয়নের রাশিমনি বাজারে বর্তমান চেয়ারম্যান ও দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল আওয়ালের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে সুব্রত সাংমার ওপর অতর্কিতে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে।
পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৮ অক্টোবর শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
হামলার ঘটনার পরদিন রাতে তার বোন কেয়া সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চেয়ারম্যানসহ তার ভাই শামিম আহমেদ, বদিউজ্জামানসহ ১৫ জনের নাম উল্লখ করা হয়েছে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কাউকে গ্রেফতার করা হয়।