তন্টু চাকমা হিমেল
জুম পাহাড়ের বুকে ফুটেছিলো
একটাই নাম, সেই নামেতে ছিলো ফুলের সুবাস,
জুম পাহাড়ের প্রত্যেক আদিবাসীর হৃদয়ের মধ্যে থাকা
সেই নাম মানবেন্দ্র নারায়ণ লারমা।
আজও মোরা তোমার কাছে শিক্ষার্থী মাত্র
তোমারি পথ ধরে সবে শিক্ষার জন্য নেমেছি বনপাহাড়ে
তোমারি পদচিহ্ন হবে মোদের পাঠচক্রের বই
হৃদয়ে থাকে যেন তোমারি আদর্শের বাণী।
প্রিয় নেতা, তোমারি জন্মদিনে করজোড়ে জানাই সহস্র শ্রদ্ধা
তুৃমি অমর, তুমি অজেয়, নিপীড়িত মানুষের আপন মানুষ মহান নেতা।
তোমারি পাঠশালায় তরুণ টগবগে যুবকেরা আজও পাঠ নেয়
লড়াই সংগ্রামে ইস্পাত-দৃঢ় কন্ঠে ঝাঁপিয়ে পরে
তোমার সম্মান, তোমার প্রিয় জুম্ম জাতি রক্ষার্থে।