রোয়াংছড়িতে এক মারমা গ্রামবাসীকে গুলি করে হত্যা

হিল ভয়েস, ৩০ আগস্ট ২০২২, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলাধীন রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে অজ্ঞাতপরিচয় দৃস্কৃতিকারী কর্তৃক নিরীহ এক আদিবাসী মারমা গ্রামবাসী গুলিতে হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ ৩০ আগস্ট ২০২২ বিকাল আনুমানিক ২:৩০ টার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

হত্যার শিকার মারমা গ্রামবাসীর নাম মংসাই মারমা (৪৮), পীং-চিং হ্লা মং মারমা, গ্রাম-কদমপ্রু পাড়া, তারাছা ইউনিয়ন। নিহত মংসাই মারমা পেশায় একজন নিরীহ জুমচাষী এবং মাঝে মাঝে বৈদ্যের কাজও করে থাকেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ আনুমানিক ২:৩০ টার দিকে মংসাই মারমা পার্শ্ববর্তী বড়ইতলি পাড়া গ্রাম থেকে কদমপ্রু পাড়ার নিজ বাড়িতে ফিরছিলেন। কদমপ্রু পাড়ার কাছাকাছি পৌঁছতেই কে বা কারা তাকে গুলি করে মেরে রাস্তার মধ্যেই ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসী মংসাই মারমার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং পরে ময়না তদন্তের জন্য তা বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, দেশীয় বন্দুক দিয়ে কার্তুজের গুলি ব্যবহার করে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। তবে কারা, কী কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, জায়গাজমির বিরোধ হতে পারে। অপরদিকে, আরেক গ্রামবাসীর মতে, এই হত্যার পশ্চাতে পারিবারিক সমস্যা থাকতে পারে।

এদিকে, ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।

More From Author