তন্টু চাকমা হিমেল
মা তুমি ভালো নেই
বলতে হবে না মুখে,
অনিয়ম অনাচারে নিভৃতে কাঁদছো
সয়ে যাচ্ছ সব মুখ বুঝে।
জানি আগ্রাসনের আগুনে
তোমার আঁচল গেছে পুড়ে,
বিবস্ত্র জীর্ণশীর্ণ তুমি
ধিক্কার জানাই নিজেকে।
বায়ান্ন গেল একাত্তর গেল
এখনো তুমি নেই সুখে,
এখনো সেই শিয়াল শকুনের দল
ঠোকর মারে তোমার বুকে।
মা তুমি কেঁদো না
চোখের পানি ফেল মুছে,
স্বাধীনতা চাই মুক্তি চাই বলে
তোমার ছেলেরা জেগে উঠবে।
আবারও যুদ্ধ হবে রাজপথে
হিংস্র যত দৈত্য ধানব দানবী
দিবে তারা রুখে
নতুন সূর্যের আলো এসে
ভোর হবে তোমার বুকে।
মা তুমি নীরবে নিভৃতে কেঁদো না
তোমার সন্তানেরা তোমার পরিচয়-
কোন দিন লুপ্ত হতে দেবে না
তার জন্য তোমার মানিকেরা-
জীবন দিয়ে হলেও লড়াই করে
নিজের জুম্ম জাতির পরিচয় ফিরিয়ে আনবে।
৯ আগস্ট সফল হোক মা
মন খারাপের সময় কাটিওনা!
তোমার বীর সন্তানেরা ঠিকই
তোমার আদিবাসী পরিচয়টা ফিরিয়ে আনবে মা।