হিল ভয়েস, ৮ আগস্ট ২০২২, বিশেষ প্রতিবেদক: বাংলাদেশে সরকারি মহল কর্তৃক ‘আদিবাসী’ শব্দের ব্যবহার নিয়ে নেতিবাচক ও বিতর্কিত নির্দেশনা সত্ত্বেও দেশের আদিবাসী জনগণ, সংগঠন ও আদিবাসী বান্ধব বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে আসন্ন আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনজ্ঞ, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, মানবাধিকার কর্মী ও বিভিন্ন পেশার অসাম্প্রদায়িক ও গণতন্ত্রমনা মানুষ।
উল্লেখ্য, আগামী ৯ আগস্ট ২০২২ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বিশ্বের সকল আদিবাসী জাতিগোষ্ঠীর ন্যায় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও সমতল অঞ্চলের আদিবাসী জাতিসমূহও প্রতিবছরের ন্যায় এবারেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে আদিবাসীদের বিভিন্ন দাবি সম্বলিত র্যালী, সভা, সমাবেশ, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, আদিবাসী খাদ্য উৎসবসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এবছর জাতিসংঘ কর্তৃক নির্ধারিত দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘Role of Indigenous Women in the Preservation and Transmission of the Traditional Knowledge’, বাংলাদেশ আদিবাসী ফোরাম কর্তৃক কৃত যার বাংলা রূপ হচ্ছে- ‘ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা’।
৮ আগস্টের আয়োজন: ১৫টি সংগঠনের উদ্যোগে সেমিনার
দিবসটি উপলক্ষে ৮ আগস্ট ২০২২ ঢাকায় ১৫টি জাতীয় ও স্থানীয় অধিকার ভিত্তিক সংগঠনের যৌথ উদ্যোগে ‘ঐতিহ্যগত জ্ঞান, ভূমি, বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আদিবাসী নারীর ভূমিকাঃ চ্যালেঞ্জ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ১০:৩০ টায় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় আবদুস সালাম হলে অনুষ্ঠিতব্য এই সেমিনারে সভাপতিত্ব করবেন মানবাধিকার কর্মী, এএলআরডি-ও চেয়ারপারসন ও নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির। সেমিনারে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
সেমিনারে অধ্যাপক সাদেকা হালিম, ড. ইফতেখারুজ্জামান, ব্যারিস্টার সারা হোসেন, এ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, শামসুল হুদা, সঞ্জীব দ্রং ও রবীন্দ্রনাথ সরেন প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সেমিনারে পাহাড় ও সমতল থেকে পৃথক দুটি প্রবন্ধ উপস্থাপন করবেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা এবং পুয়ামদো-র নির্বাহী পরিচালক হৈমন্তী সরকার।
সেমিনারের আয়োজক সংগঠনসমূহ হল- এএলআরডি, বাংলাদেশ আদিবাসী ফোরাম, কাপেং ফাউন্ডেশন, জাতীয় আদিবাসী পরিষদ, মালেয়া ফাউন্ডেশন, ব্লাস্ট, বেলা, সিসিডিবি, টিআই-বি, নিজেরা করি, কারিতাস-বাংলাদেশ, আরবান, সিডিএ, এইচডিআরসি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
৯ আগস্টের আয়োজন: সভা, সমাবেশ, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান
দিবসটি উপলক্ষে ৯ আগস্ট ২০২২ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র্যালি, সভা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নিম্নে কয়েকটি উল্লেখ করা হল।
ঢাকায় বাংলাদেশ আদিবাসী ফোরামের সমাবেশ, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এইদিন ঢাকার শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হবে সমাবেশ, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হবে সকাল ১০:০০ টায় আদিবাসী ব্যান্ডদল মাদল ও অন্যান্য শিল্পীদের অংশগ্রহণে গণসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে এবং অনুষ্ঠান উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ। এরপর জাতিসংঘ সেক্রেটারি জেনারেলের বাণী পাঠ করবেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস। এরপর ছাত্র ও যুব সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন চন্দ্রা ত্রিপুরা ও অলীক মৃ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আদিবাসী নেত্রী বাসন্তী মুর্মু এবং অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ঐক্যন্যাপ এর সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খানন মেনন এমপি, তথ্য মন্ত্রণায়লয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি, আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাস এর আহ্বায়ক ফজলে হোসেন বাদশা এমপি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, আশা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ, নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মেসবাহ কামাল, অধ্যাপক ড. সাদেকা হালিম, বেলা’র নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ নারী প্রগতি সংঘ এর নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সৌরভ সিকদার, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, আদিবাসী নেত্রী ও সমাজকর্মী আন্না মিনজ, আইইডি’র নির্বাহী পরিচালক নোমান আহমেদ খান, সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, বাসদ এর নেতা রাজেকুজ্জামান রতন, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জোবাইদা নাসরিন কণা প্রমুখ। অনুষ্ঠান শেষে বাংলাদেশ আদিবাসী কালচারাল ফোরাম ও অন্যান্য শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
চট্টগ্রামে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
চট্টগ্রামে বাংলাদেশ আদিবাসী ফোরামের চট্টগ্রাম অঞ্চল শাখার উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সকাল ১০:০০ টায় চট্টগ্রামের চেরাগি পাহাড়ে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, আবৃত্তি শিল্পী ও প্রমা’র সভাপতি রাশেদ হাসান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর নিলু নাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বসুমিত্র চাকমা।
দুপুর ১২:০০ টায় জে এম সেন হলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্য জুনিয়া ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি তাপস হোড়, উদীচী’র চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি ও সাংবাদিক জসীম চৌধুরী সবুজ, ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম এর সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহাম্মদ আলাউদ্দিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক শরিফ চৌহান ও ঐক্যন্যাপ, চট্টগ্রাম এর যুগ্ম সম্পাদক পাহাড়ী ভট্টাচার্য।
রাঙ্গামাটিতে উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালি
রাঙ্গামাটিতে দিবসটি উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাখার সার্বিক সহযোগিতায় ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২২ উদযাপন কমিটি’র উদ্যোগে উদ্বোধনী পর্বে এক আলোচনা সভা এবং এরপর এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হবে।
সকাল ৯:৩০ টায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠান উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাধবীলতা চাকমা। এরপর বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা (অব:উপ-সচিব) এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২৯৯ রাঙ্গামাটি আসনের সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাঙ্গামাটি জেলার সভাপতি দীপন কুমার ঘোষ, পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের সাবেক সভাপতি শিশির চাকমা ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি এ্যাডভোকেট ভবতোষ দেওয়ান। এরপর সকাল ১১:৩০ টায় পৌরসভা প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে এবং রাজবাড়ি এলাকাস্থ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে সমাপ্ত হবে।
কক্সবাজারে সমাবেশ
সকাল ১১:০০ টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ আদিবাসী ফোরাম, কক্সাবাজার শাখার উদ্যোগে এক জনসমাবেশ অনুষ্ঠিত হবে। ফোরামের কক্সবাজার শাখার সভাপতি উ থোই অং এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিপিবি’র কক্সবাজার জেলার সভাপতি দিলীপ ঘোষ।
টাঙ্গাইলে সমাবেশ, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সকাল ১০:০০ টায় টাঙ্গাইল শহরে বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের উদ্যোগে সমাবেশ, র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রথমে টাঙ্গাইল পৌরসভা উদ্যানে উদ্বোধন ও র্যালি হবে। উদ্বোধন করবেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক। এরপর সকাল ১১:০০ টায় টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সন্ন্যাসী রমেশ কুমার কোচ এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও বাংলা একাডেমি, ঢাকা এর সভাপতি সেলিনা হোসেন। এতে অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ, টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাটি সঞ্চালনা করবেন বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কোচ রুবেল মন্ডল।
আদিবাসী খাদ্য উৎসব
দিবসটি উপলক্ষে ১৩ আগস্ট ২০২২ ঢাকায় আইপিনিউজ ও নাগরিক উদ্যোগ এর উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘ইন্ডিজেনাস ফুড ফেস্টিভ্যাল’ শীর্ষক আদিবাসী খাদ্য উৎসব। এই উৎসব চলবে সকাল ১০:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত ঢাকা’র মিরপুর-১৩ এ বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ প্রাঙ্গণে। সকাল ১০:০০ টায় অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট এর চেয়ারম্যান ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো। এতো আরো সংক্ষিপ্ত আলোচনা করবেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক বাঞ্ছিতা চাকমা, ব্যান্ড তারকা মাকসুদুল হক ও নাগরিক উদ্যোগ এর প্রধান নির্বাহী জাকির হোসেন।