হিল ভয়েস, ২৬ আগস্ট ২০২২, দিনাজপুর: দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও তার চাচা পর্যটনকেন্দ্র স্বপ্নপুরীর স্বত্বাধিকারী ও সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ৮৬.৩১ একর জমি দখলের অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে আদিবাসী সাঁওতালরা।
গত বুধবার (২৪ আগস্ট ২০২২) সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ অভিযোগ তুলে ধরেন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন আদিবাসী সাঁওতালরা । এর আগে জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন সাঁওতাল জনগোষ্ঠীর মানুষেরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন। এ সময় জেলা বাসদের নেতারা মানববন্ধনে সংহতি জানান। এর আগে গত ৩০ জুলাই আদিবাসীদের বসতবাড়ি ও আবাদি জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছিলেন সাঁওতাল জনগোষ্ঠীর ছয় পরিবারের সদস্যরা। দুই দিন পর সাঁওতালদের অভিযোগ ভিত্তিহীন দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেন সংসদ সদস্য শিবলী সাদিকের অনুসারীরা। এবার আরও সাতটি পরিবার সংসদ সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আনল।
স্মারকলিপিতে সাঁওতালরা বলেন, শিবলী সাদিক ও তার চাচা দেলোয়ার হোসেন ও সংসদ সদস্যের অনুসারী মনোয়ার, আমিনুল, জাহাঙ্গীর, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শামসুজ্জামান ও স্বপ্নপুরীর ব্যবস্থাপক মুক্তার আলী জোরপূর্বক এসব জমি দখল করেন। তারা ‘ভূমিদস্যু’ও ‘ভূমি জবরদখলকারী’। এসব বিষয়ে প্রতিবাদ করায় সাঁওতালদের প্রাণনাশের হুমকি দেন সংসদ সদস্যের অনুসারীরা।
স্মারকলিপিতে আরো বলা হয়েছে, বিভিন্ন দাগ খতিয়ানে গণেশ হেমরম নামের এক ব্যক্তির ২০ দশমিক ৫৬ একর জমি দখল করা হয়েছে। এর মধ্যে ৩৩ শতক কবরস্থান, ২৮ শতকে কালীমন্দির ও পূজাপাঠের স্থান এবং ২ একর জমিতে পুকুর তৈরি করে দখল করা হয়েছে। খুকুমণি হেমরম নামের এক নারীর ২ দশমিক ৩২ একর জমি ও তাঁর বাড়িঘর দখল করা হয়েছে। খালিপপুর মৌজায় লুইস হাঁসদার ১ দশমিক ৬১ একর জমি দখল করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করা হয়েছে। এসব জমি অধিগ্রহণের টাকা সংসদ সদস্যের অনুসারীরা লোপাট করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া রবিন মার্ডির ২১ দশমিক ৮ একর, আলতাব আলীর ১ দশমিক ৫০ একর জমি দখল করেছেন, যার অধিকাংশ জমি স্বপ্নপুরীর সীমানার মধ্যে রয়েছে। এসব জমি নিয়ে আদালতে একাধিক মামলাও চলমান।
মানববন্ধনে হেমরম রবিন মার্ডি বলেন, ‘জমিগুলো নিয়ে আদালতে মামলা চলমান। আদালতের রায় না পেয়েই সংসদ সদস্যের লোকজন জমিগুলো এভাবে দখল নিয়ে স্থাপনা তৈরি করেছেন। জমি হারিয়ে আমরা আজ পথে বসেছি। প্রতিবাদ করার সাহসও পাচ্ছি না। কিছু বলতে গেলে প্রাণনাশের হুমকি দিচ্ছেন তারা।’
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, প্রভাবশালীদের দৌরাত্ম্যে আদিবাসী জাতিগোষ্ঠীর মানুষ অস্তিত্বসংকটে পড়েছেন। নিঃস্ব হয়ে অনেকে দেশত্যাগও করেছেন। দিনাজপুরের নবাবগঞ্জ এলাকায় বসবাসকারী সাঁওতালরা দীর্ঘদিন ধরে তাদের জমি দখলের অভিযোগ করে আসছেন। কিন্তু প্রশাসন বিষয়টি আমলেই নেয় না। দ্রুত এসব বিষয়ের সমাধান না হলে আদিবাসীরা বৃহৎ আন্দোলন গড়ে তুলবেন বলে জানান তিনি।