হিল ভয়েস, ১ আগস্ট ২০২২, বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে পরিচয় না দেয়ার জন্য অতিসম্প্রতি দেশের সকল গণমাধ্যমের কাছে প্রেরিত নির্দেশনা সংক্রান্ত সার্কুলারকে ‘হাস্যকর, অবান্তর ও বৈষম্যমূলক’ হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে।
আজ (১ আগস্ট ২০২২) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, পরিষদের পক্ষ থেকে প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের রায়ের প্রসঙ্গ টেনে বলা হয়, ‘বিরোধী দলে থাকলে আদিবাসী শব্দের ব্যবহার করা যাবে আর সরকারে এলে তা যাবে না- এটি কোনোভাবেই যৌক্তিক ও ন্যায়সঙ্গত হতে পারে না।