হিল ভয়েস, ১০ অগাস্ট ২০২২, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের হাওয়াকান্দর মাধাইপুর গ্রামে আজ বুধবার দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে মুসলিম বাঙালিদের হামলায় আদিবাসী ওরাওঁ জাতিসত্তার স্বামী-স্ত্রীসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত তিনজন হলেন একই গ্রামের সাবুরচান গজার (৩৫), তাঁর স্ত্রী সুরবালা তিরকি (২৮) ও ভাতিজা হেমন্ত গজার (২২)।
সাবুরচানের বড় ভাই শিবনাথ জানায়, সাবুরচানের সঙ্গে মাধাইপুর মৌজার ৬৩ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে রমজান আলী (৫০) নামের এক ব্যক্তির। এ নিয়ে মামলাও চলছে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতের রায় পেয়ে জমিতে আমগাছ লাগাচ্ছিলেন সাবুরচান গজার। আজ দুপুরে রমজান আলী ও তাঁর লোকজন গিয়ে হামলা চালান। এ সময় কোদালের আঘাতে সাবুরচান আহত হন। তাঁকে রক্ষা করতে গিয়ে কোদালের আঘাতে আহত হয়েছেন তাঁর স্ত্রী সুরবালা তিরকি ও ভাতিজা হেমন্ত গজার। আহত তিনজনই নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় অভিযুক্ত রমজান আলীর বক্তব্য পাওয়া যায়নি। তবে রমজান আলীর ছেলে আবদুল জলিল জানান, ‘মামলায় সাবুরচান আদালতের রায় পেয়েছে, তা আমরা জানি না। ওই জমি আমরা ৪০ বছর ধরে ভোগদখল করে আসছি।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বলেন, তিনি ঘটনা শুনেছেন। তবে লিখিত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
পার্বতীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইমাইনুল ইসলাম বলেন, তিনি শুনেছেন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আদিবাসীদের লোকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে প্রতিপক্ষের লোকজন হাসপাতালে ভর্তি হয়েছেন কি না, তা তিনি জানেন না।