হিল ভয়েস, ১০ জুলাই ২০২২, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলি ইউনিয়নে সেনাবাহিনী কর্তৃক এক জুম্ম গ্রামবাসীর বাড়ি তল্লাসী ও বাড়ির জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ৯ জুলাই ২০২২ বিকাল আনুমানিক ৫:০০ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকাল আনুমানিক ৫:০০ টার দিকে স্থানীয় গবঘোনা সেনা ক্যাম্প থেকে দুইটি স্পীডবোট যোগে লেঃ ফেরদৌস এর নেতৃত্বে ১২ জনের একটি সেনাদল জীবতলী ইউনিয়নের ধনপাতা ও প্রেজুছড়ামুখ এলাকায় টহল অভিযানে যায়। এসময় সেনা সদস্যরা মিমাচি মারমা নামে এক নারীর বাড়িতে প্রবেশ করে ব্যাপক তল্লাসী চালায় এবং বাড়ির সকল হাড়ি-পাতিল ভাঙচুর করে বলে জানা যায়।
এছাড়াও, সেনা সদস্যরা এলাকায় সন্ত্রাসী এসেছে কিনা ইত্যাদি প্রশ্ন করে মিমাচি মারমাকে হয়রানি করে এবং সন্ত্রাসী দেখলে বা এলাকায় আসলে সেনাবাহিনীকে খবর না দিলে বাড়ির সবাইকে মেরে ফেলা হবে বলে মিমাচি মারমাকে হুমকি প্রদান করে। পরে সন্ধ্যার দিকে সেনাদলটি ক্যাম্পে ফিরে যায় বলে জানা যায়।