হিল ভয়েস, ২২ জুন ২০২২, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী মদদপুষ্ট বম পার্টি খ্যাত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সশস্ত্র সন্ত্রাসীরা রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের সাইজাম পাড়া গ্রামে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৩ ত্রিপুরা নিরীহ গ্রামবাসীকে হত্যা এবং শিশুসহ অন্তত ৫ জনকে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাইজাম পাড়া গ্রামটি রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় এবং বান্দরবান জেলার রোয়াংছড়ি ও রুমা উপজেলার সীমান্তবর্তী অত্যন্ত প্রত্যন্ত এলাকায় অবস্থিত।
গতকাল (২১ জুন) রাত আনুমানিক ১০:৩০ টার দিকে এই নৃশংস হত্যাকান্ডটি ঘটানো হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ঐ সময়ে সাইজাম পাড়া গ্রামের আদিবাসী ত্রিপুরা গ্রামবাসীরা যে যার বাড়িতেই অবস্থান করছিল ঠিক তখনি বম পার্টি সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল সেখানে এসে গ্রামবাসীদের উপর এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। সেখানে ছিল ত্রিপুরা জনগোষ্ঠীর পাশাপাশি তিনটি মাত্র বাড়ি ও পরিবার। সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। এছাড়া শিশু ও নারীসহ অন্তত ৫ জন আহত হন। আরো কয়েকজন পালিয়ে বেঁচে যান এবং পার্শ্ববর্তী এলাকায় খবর দিতে সক্ষম হন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের সম্পূর্ণ পরিচয় জানা যায়নি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পার্শ্ববর্তী এলাকার স্থানীয় এক মুরুব্বি বলেন, কোনো প্রকার উস্কানি ছাড়াই একেবারে ঠান্ডা মাথায় বম পার্টির সন্ত্রাসীরা পাগলের মত গ্রামবাসীদের উপর গুলি চালিয়ে এই কাপুরুষোচিত হত্যাকান্ড চালিয়েছে।
জানা গেছে, সাইজাম পাড়া গ্রামে কিছু সময় পূর্বেও বেশ কিছু বম, খুমি ও ত্রিপুরা পরিবার মিলে বসবাস করেছিল। পরে বম, খুমি পরিবারগুলো অন্যত্র চলে চায়। সর্বশেষ সেখানে মাত্র তিনটি পরিবার অবস্থান করছিল।
বর্তমানে ওই গ্রাম ও আশেপাশের গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক যেমন বিরাজ করছে, তেমনি ক্ষোভও সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।