হিল ভয়েস, ৩০ জুন ২০২২ চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাটবাকইল এলাকায় আদিবাসী ও হিন্দু সম্প্রদায়ের শ্মশানে হামলা করে দখলের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে শ্মশানের বাঁশের সীমানাবেড়া ও শবদাহ করার উপকরণ ভাঙচুর এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে নাচোল-থানা পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
হাটবাকইল গ্রামের বাসিন্দা কলেজ শিক্ষক গোবিন্দ চন্দ্র বর্মণ ও শ্যামল বর্মণ বলেন, উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল গ্রামের ৬৪ শতক জমির ওপর শ্মশানটি ব্রিটিশ আমল থেকে ব্যবহার করে আসছেন আদিবাসী ও হিন্দু সম্প্রদায়ের লোকজন। ওই জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও আছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে দুর্বৃত্তরা শ্মশানে এসে ভাঙচুর চালায় ও আগুন দিয়ে দখলের চেষ্টা করে।
নেজামপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের বাধা দিলেও শোনেনি। পরে পুলিশ এলে তারা পালিয়ে যায়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে বেড়া পোড়ানোর ঘটনা ঘটেনি। ওই জমি নিয়ে আদালতে মামলা আছে।
শ্মশানে হামলার ঘটনা এখনো জানেন না বলে জানিয়েছেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ। তিনি আরও বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র : প্রথম আলো