জীবতলীতে সেনামদদপুষ্ট সন্ত্রাসীদের কর্তৃক মিটিঙের নামে জনপ্রতিনিধিদের কাছ থেকে চাঁদা সংগ্রহ

হিল ভয়েস, ৬ জুন ২০২২, রাঙ্গামাটি: সম্প্রতি সেনামদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি জেলাধীন রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের জনপ্রতিনিধিদের মিটিঙে ডেকে মোটা অংকের চাঁদা সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ জুন ২০২২ জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায় অবস্থান গ্রহণকারী ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের ডেকে এনে তাদের আস্তানায় একটি মিটিং-এর আয়োজন করে। সভায় সন্ত্রাসীরা নানা বিষয়ে বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত আলোচনা করে। তবে তাদের আলোচনার মূল আলোচ্য বিষয় ছিল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের তাদেরকে চাঁদা দিতে হবে।

জানা গেছে, সন্ত্রাসীরা জনপ্রতি ৫০০০ টাকা করে চেয়ারম্যান ও মেম্বার ১৩ জনের কাছ থেকে ৬৫,০০০ হাজার টাকা চাঁদা দাবি করেছে। চলতি মাসের মধ্যে সন্ত্রাসীদের নেতা প্রবেশ চাকমার কাছে উক্ত টাকা জমা দিতে হবে জানিয়েছে তারা।

জানা গেছে, ঐ দিন চেয়ারম্যান সুদত্ত কার্ব্বারী, মেম্বার ধন চাকমা, মেম্বার চিরঞ্জিৎ চাকমা, মহিলা মেম্বার সান্তনা চাকমা, শান্তি রানী চাকমা সহ ১০ জন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মেম্বার জানান, মিটিঙে কোনো গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা হয়নি। মূলত চেয়ারম্যান ও মেম্বারদের থেকে চাঁদা আদায় করাই ছিল মূল্য উদ্দেশ্য।

তবে, সন্ত্রাসীদের এক সদস্য জনৈক মেম্বারকে বলেন যে, সেনা সদস্যরা আর তাদেরকে বিশ্বাস করে না। তাই তারা খুব বেকায়দায় রয়েছে।

More From Author