হিল ভয়েস, ১৬ মে ২০২২, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলাধীন বান্দরবান সদর উপজেলার বান্দরবান সদর ইউনিয়ন এলাকায় এক দুর্বৃত্ত কর্তৃক এক বুদ্ধি প্রতিবন্ধী আদিবাসী ত্রিপুরা নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ ১৬ মে ২০২২ দুপুরের দিকে ভুক্তভোগীর স্বামী গুণারাম ত্রিপুরা ফরহাদ উদ্দিন চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বান্দরবান সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
তবে ধর্ষণের ঘটনাটি গত ১৪ মে ২০২২ দুপুরের দিকে বান্দরবান সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লেমুঝিরিমুখ পাড়া গ্রামে ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
অভিযুক্ত ফরহাদ উদ্দিন চৌধুরী (১৯) বান্দরবান সদর ইউনিয়নের লেমুঝিড়িমুখ পাড়ার আমান চৌধুরীর ছেলে বলে জানা গেছে। তিনি বান্দরবান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
ঘটনার বিষয়ে ভুক্তভোগীর স্বামী গুণারাম ত্রিপুরা বলেন, ‘আমি একজন সাধারণ দিনমজুর। আমার স্ত্রী একজন বুদ্ধি প্রতিবন্ধী নারী। আমার ছোট্ট একটি বাচ্চা আছে। আমি কাজ করার জন্য রোয়াংছড়িতে গিয়েছিলাম। শনিবারে আমি যখন কাজে যাই, তখন বখাটে ছেলে ফরহাদ চৌধুরী আমার স্ত্রীর ঘরের ভিতরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। কাজ থেকে ফিরে আমি বিষয়টি জানতে পারি।’
গুনারাম ত্রিপুরা ঘটনার বিচার চান এবং ধর্ষণকারীর শাস্তি চান বলে জানান। তিনি বলেন, ‘ আমি চাই যাতে কেউ ক্ষমতা দেখিয়ে আমাদের মতো আর কোনো গরিব মানুষকে এভাবে ক্ষতি করতে না পারে। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে বান্দরবান সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জমির বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কর্তৃক অভিযুক্ত ধর্ষণকারীকে এখনও গ্রেফতার করার খবর জানা যায়নি।