হিল ভয়েস, ৮ এপ্রিল ২০২২, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় পর পর তিন বৌদ্ধ বিহারের তিন বৌদ্ধ ভিক্ষুকে হামলার ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকার মারমা বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ।
গতকাল ৭ এপ্রিল ২০২২ সকাল ১১:০০ টার দিকে ঘটনার প্রতিবাদে রুমা সদর এলাকায় এক বিক্ষোভ মিছিল শেষে রুমা বাজারে হরিমন্দির মার্কেট এলাকায় এক জমায়েত ও মানববন্ধনের আয়োজন করা হয়। ‘রুমা উপজেলা মারমা বৌদ্ধ সম্প্রদায়ের সর্বসাধরণ’ এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি শৈহ্লাচিং মারমার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উঃ নাইন্দিয়া মহাথের। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, পাইন্দু হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও ভিক্ষু সমিতির সভাপতি উঃ সুন্দারা মহাথের, পলিতং পাড়া বৌদ্ধ বিহারের ভিক্ষু উঃ নাইন্দাসারা, মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি উথোয়াইচিং মারমা, সাবেক সভাপতি রুইবেঅং মারমা, পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা, নারী অধিকার কর্মী উমেচিং মারমা, রুমা সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য চাইশৈহ্লা মারমা প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ, তিন বৌদ্ধ ভিক্ষুর উপর হামলার ঘটনার হোতা ও পরিকল্পনাকারী অঞ্জন বড়ুয়াসহ জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করেন বক্তাগণ।
জানা গেছে, গত ৫ এপ্রিল ২০২২ সন্ধ্যার দিকে রুমা দেব বৌদ্ধ বিহারে ফটকের উপরে ‘বড়ুয়া পাড়া’ লেখা মুছে ফেলা নিয়ে এলাকার বড়ুয়া সম্পদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনার এক পর্যায়ে রুমা বাজার কমিটির সভাপতি অঞ্জন বড়ুয়ার নেতৃত্বে বড়ুয়া পাড়ার বাসিন্দা হৃদয় বড়ুয়া, পীং-খোকন বড়ুয়া ও বিপ্লব বড়ুয়া আরমান, পীং-রাখাল বড়ুয়াসহ প্রায় ৩০ জনের বড়ুয়া সম্প্রদায়ের লোকজন রুমা দেব বৌদ্ধ বিহারে হামলার চেষ্টা চালায়। তবে সেখানে দায়িত্বরত পুলিশের বাধার কারণে হামলার চেষ্টাকারীরা সেই সময় পিছু হটতে বাধ্য হয়।
পরদিন ৬ এপ্রিল ২০২২ দুপুরের দিকে প্রায় ৪০ জনের অধিক বড়ুয়া সম্প্রদায়ের লোকজন আবার জড়ো হয়ে পরিকল্পিতভাবে আশেপাশের বৌদ্ধ বিহারসমূহে হামলা চালায়। এই সময় রুমা দেব বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উঃ চাইন্দাসারা মহাথের, পলিতং পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উঃ নাইন্দাসারা ভিক্ষু ও রুমাচর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চাইন্দিয়া ওয়াইন্দা এতিন ভিক্ষু হামলার শিকার হয়।
হামলার শিকারদের মধ্যে রুমা দেব বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উঃ চাইন্দাসারা মহাথের গুরুতরভাবে জখম হন। বর্তমানে উঃ চাইন্দাসারা মহাথের বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
হামলার ঘটনায় জড়িত বলে অভিযুক্ত অঞ্জন বড়ুয়া হামলায় তার জড়িত থাকার কথা অস্বীকার করেন বলে জানা যায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বৌদ্ধ ভিক্ষু হামলার ঘটনায় জড়িত ও অভিযুক্ত কাউকে প্রশাসন কর্তৃক গ্রেপ্তার করার কথা জানা যায়নি।